নদিয়া ও কলকাতা:  মতুয়া, নমঃশুদ্রদের নাগরিকত্ব দেওযার ব্যাপারে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল থাকলে মতুয়ারা নাগরিকত্ব পাবেন না। তেহট্টে বিজেপির প্রচার সভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


তিনি বলেছেন, ২ মে তৃণমূলের বিদায় নিশ্চিত। বিজেপি সরকার ক্ষমতায় এসে গৌরবের সঙ্গে মতুয়া সমাজ ও নমঃশুদ্রদের নাগরিকত্ব দেবে।  অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের তিন প্রজন্মের অপেক্ষার অবসান করা হবে। যাঁরা নাগরিকত্ব পাবেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর অধীনে একটি ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে মতুয়া সমাজ ও নমঃশুদ্রদের কল্যাণে ব্যয় করা হবে।


অমিত শাহ বলেছেন, মতুয়া দলপতিদের মাসে ৩ হাজার টাকা পেনশন দেওয়া হবে। সেইসঙ্গে মতুয়া ও নমঃশুদ্রদের উন্নতির জন্য মতুয়া-নমঃশুদ্র বিকাশ বোর্ড গঠন করবে বিজেপি সরকার।অমিত শাহ ঠাকুরনগর রেল স্টেশনের নাম শ্রীধাম ঠাকুর নগর করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।


অমিত শাহর অভিযোগ উড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  মতুয়াদের জন্য কিছুই করেনি বিজেপি। মিথ্যে আশ্বাস দিচ্ছে বিজেপি। বাংলায় এনআরসি হতে দেব না। বাংলায় সবাই নাগরিক। বাংলায় কারুর নাগরিকত্ব যাবে না।


  মমতা এর আগেও এনআরসি ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করেছেন। কয়েকদিন আগেই এক জনসভায় তিনি বলেছিলেন, ‘’এনআরসি করে অসমে ১৪ লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বিজেপি। রাজবংশীদের কাছে গিয়ে তাঁদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে আমার নামে। অমিত শাহ অন্য সময় বলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় অনুপ্রবেশকারীদের প্রশয় দিচ্ছেন। অন্য সময় মতুয়াদের কথা মনে পড়ে না। আর নির্বাচনের সময় মতুয়াদের কথা মনে পড়ছে মোদির। নির্বাচনের সময় মতুয়া দরদ দেখাচ্ছেন।"


উল্লেখ্য, নমঃশুদ্র সম্প্রদায়ের অংশ মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাসিন্দা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মোট ৫০ টি বিধানসভা আসনের মধ্যে ৩২-৩৩ টিতে মতুয়া ভোট অনেকটাই একটা ফ্যাক্টর।