কলকাতা: করোনা আবহেই ফের সংক্রমণের আশঙ্কা। এবার বার্ড ফ্লু। গত কয়েক দিনে দেশজুড়ে ছড়িয়েছে বার্ড ফ্লুয়ের আতঙ্ক। হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, কেরলে ইতিমধ্যে বার্ড ফ্লুয়ের হদিশ মিলেছে। কর্নাটক, গুজরাত, হরিয়ানা, জম্মু কাশ্মীরে কড়া নজরদারি শুরু হয়েছে। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে এই সংক্রমণ কি ছড়াতে পারে মানব দেহে?


সংক্রমণ ছড়ানো নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এই বিষয়ে উত্তর দিতে গিয়ে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত বলেন, এই ফ্লু পাখির থেকে মানব দেহে ছড়ায় যথেষ্ট সম্ভাবনা আছে। তাই এড়িয়ে যাওয়া সম্ভব না। সতর্কতা অবলম্বনে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বার্ড ফ্লু মানব দেহেও ছড়াতে পারে। তাই আমাদের আরও বেশি সচেতন হতে হবে। সংক্রমণ প্রতিরোধ করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। কেরলের পশুপালন দফতরের মন্ত্রী কে রাজু বলেন, বার্ড ফ্লুয়ের H5N8 ভাইরাস সরাসরি মানব দেহে প্রবেশ করতে পারে না। কিন্তু জিনের পরিবর্তন ঘটলে মানব দেহে প্রবেশের সম্ভাবনা আছে।

অ্যাভিয়ান ফ্লু  বা বার্ড ফ্লু হয় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে। সাধারণত পাখিদের শরীরেই এই ভাইরাস সংক্রমিত হয়। H5N1 ভাইরাসের জন্যই এই ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে। এই ভাইরাস অ্যাভিয়ানদের পাখিদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে।  পোল্ট্রি পাখিদের মধ্যে ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ ক্ষেত্রে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়াতে পারে।

কখন এই সংক্রমণ ছড়াতে পারে? কেউ অসুস্থ পাখির সংস্পর্শে এলে তাঁর শরীরে ছড়াতে পারে এই ভাইরাস। বিশেষত যারা পোল্ট্রিতে কাজ করেন তাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদিও একজন মানুষ থেকে আরেকজনের শরীরে ছড়াতে ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা A (H5N1) ভাইরাস সংক্রমণের বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত বা মৃত হাঁস-মুরগীর প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ যোগ থাকলে তবেই সংক্রমণ হবে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, কর্নাটক ও তামিলনাড়ুতে বার্ড ফ্লুর আশঙ্কায় সতর্কতা জারি করছে কেন্দ্র। উদ্বেগ বাড়িয়ে কেরলের কোট্টায়মে ১০ হাজার হাঁসের বাচ্চা মারা গেছে। মধ্যপ্রদেশের ১০টি জেলায় ৫০০-র উপর কাকের মৃত্যু হয়েছে। হিমাচলের কাংড়ায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০টি পরিযায়ী পাখির। এই পরিস্থিতিতে কেরল থেকে পোলট্রিজাত সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার।