সঞ্চয়ন মিত্র, কলকাতা: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে। উত্তর ভারতের ধনতেরাসই বাংলার ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়।

কথিত আছে, সত্যযুগে দেবাসুর যখন অমৃতের জন্য সমুদ্রমন্থনে রত তখন ক্ষীরসমুদ্র থেকে উঠে এলেন দেব চিকিৎসক ধন্বন্তরী। তাঁকে বিষ্ণুর এক রূপ বলে ধরা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সবাই তাঁর পুজো করে। তাঁর সঙ্গে উঠে এলেন লক্ষ্মীদেবী। তাই এই দিন ধনসম্পদের জন্য মানুষ লক্ষ্মীপুজোও করে থাকে। একই ভাবে কুবেরের কাছে থাকে দেবতাদের সম্পদ। তাই ধনসম্পদের জন্য এইদিন কুবেরের পুজোও প্রচলিত। একইসঙ্গে প্রতিটি বাড়ির মূল প্রবেশ পথে এইদিন মাটির প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় যমরাজের উদ্দেশে। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরাসে সোনা কেনার প্রচলন হয়েছে।

এ বছর ত্রয়োদশী তিথি পড়েছে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে। ত্রয়োদশী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১৩ তারিখ বিকেল ৫:৫৯ মিনিট পর্যন্ত। ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষ কাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়। এ বছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় ১৩ তারিখ বিকেল ৫:২৮ থেকে রাত ৮:০৭ পর্যন্ত। এর মধ্যে আবার সবচেয়ে শুভ বৃষভ কাল হল বিকেল ৫:৩২ থেকে সন্ধ্যে ৭:২৮ পর্যন্ত।