ভারতের পর আমেরিকা, ট্রাম্প জানিয়ে দিলেন, শিগগিরই নিষিদ্ধ হতে পারে টিকটক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2020 01:12 PM (IST)
সংবাদমাধ্যম সূত্রে খবর, শিগগিরই বাইটডান্সকে টিকটক বিক্রি করার নির্দেশ দিতে পারে চিনা প্রশাসন।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ভারতের পর আমেরিকা এবার টিকটক নিষিদ্ধ করার কথা ভাবছে। তিনি জানিয়েছেন, তাঁর প্রশাসন জনপ্রিয় চিনা ভিডিও অ্যাপ টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। জাতীয় নিরাপত্তা এবং সেন্সরশিপ সংক্রান্ত চিন্তা এর কারণ। শোনা যাচ্ছে, টিকটকের মালিক চিনের বাইটডান্স কোম্পানি অ্যাপটি বিক্রি করতে চলেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছে। ট্রাম্প তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, আমরা টিকটকের দিকে টানা নজর রাখছি। আগামী দিনে এই অ্যাপ ব্যান হতে পারে। এই অ্যাপের বিকল্পও খোঁজা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, শিগগিরই বাইটডান্সকে টিকটক বিক্রি করার নির্দেশ দিতে পারে চিনা প্রশাসন। বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি ও আর্থিক সংস্থা টিকটকের শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর। মাইক্রোসফট নাকি এ ব্যাপারে আলোচনা শুরু করেছে, যদিও প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে তারা। এই মুহূর্তে চিনা মালিকানা থেকে নিজেদের দূরত্ব প্রমাণে আগ্রহী বাইটডান্স সংস্থা এক মার্কিন নাগরিককে তাদের সিইও হিসেবে নিযুক্ত করেছে।