কানাডা:  বিশ্বজুড়ে চলছে করোনা ত্রাস। এখনও বহু দেশে লকডাউন চলছে। বাড়ি থেকে বেরনোর অনুমতি দিচ্ছে না প্রশাসন। কিন্তু তা সত্বেও বিভিন্ন কাজে বাধ্য হয়ে বেরতেই হচ্ছে সাধারণ মানুষকে। এমনই এক ঘটনা ঘটেছে কানাডার কুইবেক শহরে। গলায় কুকুরের বেল্ট পরিয়ে স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এক মহিলা।


সেখানেও লকডাউন জারি করেছে প্রশাসন। সরকারের গাইডলাইন অনুযায়ী, পোষ্যকে নিয়ে ঘুরতে বেরনো যেতে পারে বা একান্ত প্রয়োজনীয় কাজেও বাইরেও যাওয়া যেতে পারে। এই অবস্থার সুযোগ নিয়েই স্বামীর গলায় কুকুরের বেল্ট বেঁধে ঘুরতে বেরন তিনি। এই ঘটনার  ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আর এই ঘটনা বিশ্বাসই করতে পারছে না নেটিজেনদের একাংশ। মহিলাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।


পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন, পোষ্য নিয়ে বাইরে বেরনোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আমি সেই গাইডলাইন মেনেছি এবং পোষ্য কুকুরকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিয়ম লঙ্ঘনের অপরাধে ওই মহিলা এবং তাঁর স্বামীকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মহিলার এই আচরণ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, স্বামীর উচিত সবসময় স্ত্রীর কথা শুনে চলা। স্ত্রীর জন্য যে কোনও কিছু করতে পারে তাঁর স্বামী। আরেকজন লিখেছেন, দারুণ বুদ্ধি। নিয়ম ভাঙায় এর থেকে ভাল কিছু হতে পারে না। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, দারুণ জুটি!