নয়াদিল্লি: দিল্লি বিধানসভা ভোটে পাছে ‘প্রভাব’ ফেলে, তাই শাহিনবাদের প্রতিবাদী অবস্থানের বিরুদ্ধে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের শুনানি সোমবার ১০ ফেব্রুয়ারি করবে বলে জানাল সুপ্রিম কোর্ট। আগামীকাল শনিবার দিল্লিতে ভোটগ্রহণ। শুক্রবার শুনানি করে ভোটে ‘প্রভাব’ ফেলতে চায় না বলে জানিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে মাসখানেকের ওপর চলতে থাকা শাহিনবাগের অবস্থান-বিক্ষোভে সামিল লোকজনকে তুলে দেওয়ার আবেদন করা হয়েছে পিটিশনে। আজ আইনজীবী অমিত সাহনির পেশ করা পিটিশনটি শুনানির জন্য উঠলে বিচারপতি সঞ্জয় কিষাণ কউল ও বিচারপতি কে এম জোসেফকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সামনের সোমবার শুনানি করবে বলে জানায়।
পিটিশনে বলা হয়েছে, শাহিনবাগের অবস্থানের জেরে রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। রাস্তা বন্ধ থাকা, যানবাহন চলাচলের রুট বদল করতে হওয়ার ফলে মূল্যবান সময়, উদ্দীপনা, জ্বালানির বাজে খরচ হচ্ছে। ডিএনডি, অক্ষরধান, আশ্রম রুটের ওপর বাড়তি চাপ পড়ছে। আবেদনকারীর বক্তব্য, মানুষের প্রতিবাদের অধিকার যেমন আছে, তেমনই এটাও মানতে হবে, সেই অধিকারের ওপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞাও জারি হতে পারে, প্রতিবাদীরা যতদিন খুশি জনসাধারণের যাওয়া আসার রাস্তা দখল করে বসে থাকতে পারে না। শান্তিপূর্ণ প্রতিবাদের নামে, যতদিন ইচ্ছা কাউকেই রাস্তায় বসে থাকে অন্যকে দুর্ভোগে ফেলার অনুমতি দেওয়া যায় না। প্রতিবাদের মৌলিক অধিকারকে বিচ্ছিন্ন ভাবে দেখলে চলবে না। একজন ব্যক্তির একটি মৌলিক অধিকারকে বাকিদের মৌলিক অধিকারের সঙ্গে সহাবস্থান করে থাকতে হবে।
বেঞ্চ এরপর বলে, আমরা বুঝতে পারছি, একটা সমস্যা রয়েছে। কী করে তা মেটানো যায়, সেটা দেখতে হবে আমাদের। সোমবার আবেদন শুনব, ততদিনে আমরা ব ভাল জায়গায় থাকব।
পিটিশনারদের একজনের কৌঁসুলি তখন বলেন, ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট। ততদিনে ভোট হয়ে যাবে। তখন বেঞ্চ বলে, সেজন্যই তো বলছি, শুনানি সোমবার করব। কেন আমরা তাতে প্রভাব ফেলব।
শাহিনবাগের প্রতিবাদ-অবস্থান তুলে দেওয়ার আবেদন জানিয়ে দায়ের হওয়া পিটিশন গত ১৪ জানুয়ারি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তারা জানিয়ে দেয়, আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের, আদালত তাদের বলে দিতে পারে না, কীভাবে প্রতিবাদ, বিক্ষোভ মোকাবিলা করবে বা ধরনাস্থলের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে।
কেন বিষয়টি দিল্লি হাইকোর্টেই ফেরত পাঠানো হবে না, সে ব্যাপারে সওয়াল করার জন্য পিটিশনারকে সোমবার তৈরি হয়ে আসতে বলেছে বেঞ্চ।
একটা ‘সমস্যা’ আছে, বললেও দিল্লির ভোট ‘প্রভাবিত’ করতে চায় না, শাহিনবাগের অবস্থান তুলে দেওয়ার দাবিতে পিটিশনের শুনানি সোমবার করবে সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2020 01:52 PM (IST)
আবেদনকারীর বক্তব্য, মানুষের প্রতিবাদের অধিকার যেমন আছে, তেমনই এটাও মানতে হবে, সেই অধিকারের ওপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞাও জারি হতে পারে, প্রতিবাদীরা যতদিন খুশি জনসাধারণের যাওয়া আসার রাস্তা দখল করে বসে থাকতে পারে না। শান্তিপূর্ণ প্রতিবাদের নামে, যতদিন ইচ্ছা কাউকেই রাস্তায় বসে থাকে অন্যকে দুর্ভোগে ফেলার অনুমতি দেওয়া যায় না।
শাহিনবাগের প্রতিবাদ-অবস্থান তুলে দেওয়ার আবেদন জানিয়ে দায়ের হওয়া পিটিশন গত ১৪ জানুয়ারি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তারা জানিয়ে দেয়, আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের, আদালত তাদের বলে দিতে পারে না, কীভাবে প্রতিবাদ, বিক্ষোভ মোকাবিলা করবে বা ধরনাস্থলের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে।
New Delhi: Protestors during a demonstration against CAA, NRC and NPR at Shaheen Bagh in New Delhi, Saturday, Feb. 1, 2020. (PTI Photo/Arun Sharma) (PTI2_1_2020_000252B)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -