নয়াদিল্লি: কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্ন দেওয়ার জন্য এখনও জনপ্রিয় ফিক্সড ডিপোজিটfixed deposits (FD)। প্রবীণ নাগকিকরা (senior citizens) ছাড়াও এই প্রকল্পে টাকা রাখে যুব থেকে মাঝবয়সীরা। পরিসংখ্যান বলছে, SBI, ICICI, HDFC-র থেকে বেশি সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক। দেশের বৃহত্তম ব্যাঙ্কের মতো জনপ্রিয় না হলেও এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিট স্কিমে পাওয়া যায় ৬.৭৫ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ।      


Suryoday Small Finance Bank FD rates  
ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ৩.২৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে। আমানত জমার ৭দিনের মেয়াদকাল বা ১০ বছরের ম্যাচুরিটি পিরিয়ডের জন্য এই সুদ দিচ্ছে ব্যাঙ্ক। 


North East Small Finance Bank FD rates
নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট বলছে, এখানে ইন্টারেস্ট রেট কিছুটা বেশি। ৭ দিন বা ১০ বছরের ম্যাচুরিটি পিরিয়ডের জন্য এই ব্যাঙ্ক ৩ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ দেয়। 


Jana Small Finance Bank FD rates
এই তালিকায় পিছিয়ে নেই জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ২.৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


Utkarsh Small Finance Bank 
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।এইসব তথ্য নির্দিষ্ট তথ্য ব্যাঙ্কগুলির ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।


এবার দেখে নেব SBI FD rates
৭দিন থেকে ১০ বছরের ম্যাচুরিটি পিরিয়ডের জন্য সাধারণ গ্রাহকদের যথাক্রমে ২.৯ শতাংশ ৫.৪ শতাংশ সুদ দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।এই সুদ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট।


HDFC Bank FD rates
HDFC Bank-এর ক্ষেত্রে ৭দিন থেকে ১০ বছরের ম্যাচুরিটি পিরিয়ডের জন্য ২.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ ইন্টারেস্ট রেট দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


ICICI Bank FD rates
একইভাবে ৭দিন থেকে ১০ বছরের ম্যাচুরিটি পিরিয়ডের জন্য ২.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ ইন্টারেস্ট রেট দেয় ICICI Bank। আমানতকারীদের ফিক্সড ডিপোজিটের ওপর এই সুদ দিয়ে থাকে ব্যাঙ্ক।


আরও পড়ুন : Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান


আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা