নয়াদিল্লি: বেসরকারি ব্যাঙ্কের মতো টাকা খোয়ানোর ঝুঁকি নেই। উল্টে কম বিনিয়োগে বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিসের সেভিংস স্কিম(Post Office Saving Schemes)। এই প্রকল্পগুলিতে টাকা রাখলে বেশি সুদের সঙ্গে থাকছে সরকারি সুরক্ষার আশ্বাস।


পোস্ট অফিসের সেভিংস স্কিম(Post Office Saving Schemes)
সরকারি সুরক্ষার পাশাপাশি পাবেন বেশি সুদ। এই বাজারেও একাধিক প্রকল্পে ৭ শতাংশের বেশি ইন্টারেস্ট দিচ্ছে পোস্ট অফিস। আমানতকারীদের আশা দেখাচ্ছে ইন্ডিয়া পোস্টের (India Post) স্মল সেভিংস স্কিম। যার মধ্যে নাম রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account Scheme), সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme), পাবলিক প্রভিডেন্ট ফান্ড(PublicProvident Fund), কিষাণ বিকাশ পত্র(Kisan Vikas Patra Scheme) ছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের(National Savings Certificate Scheme) মতো বেশ কয়েকটা জনপ্রিয় আমানত প্রকল্প। 


সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account Scheme)
পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমের মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে। সব মিলিয়ে বছরে ৭.৬ শতাংশ সুদ পান বিনিয়োগকারী। নিয়ম অনুযায়ী ৯ বছরে এই প্রকল্পের টাকা ডবল হয়ে যায়। এই প্রকল্পে টাকা রাখতে কিছু নিয়ম মানতে হয় বিনিয়োগকারীকে। বছরে ন্যূনতম ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা করতেই হবে আমানতকারীকে। এই প্রকল্পে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০টাকা রাখতে পারবেন গ্রাহক। প্রতিবারই ৫০ টাকার গুনিতকে টাকা জমা করতে হবে আমানতকারীকে। সেই ক্ষেত্রে একবারের বেশি টাকা রাখতে পারেন গ্রাহক অথবা রয়েছে মাসে মাসে জমা দেওয়ার সুবিধা। তবে টাকা জমার ক্ষেত্রে নির্ধিারিত পরিমাণ যেন অতিক্রম না করে সেদিকে নজর রাখতে হবে আমানতকারীকে। সেক্ষেত্রে টাকা জমা দেওয়ার কোনও ঊর্ধ্বসীমা দেওয়া হয়নি ডিপোজিটরসদের।


সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম(Senior Citizen Savings Scheme)
পোস্ট অফিসে অত্যন্ত জনপ্রিয় এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম Senior Citizen Saving Scheme (SCSS)। এই প্রকল্পে বছরে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয় আমনতকারীকে। সুকন্যা সমৃদ্ধির মতো এই প্রকল্পের টাকাও ৯ বছরে দ্বিগুণ হয়ে যায়। একবার বিনিয়োগ করার পর প্রথমে ৩১মার্চ, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর এই ইন্টারেস্ট পাবেন সিনিয়র সিটেজেনরা। পরবর্তীকালে ৩১মার্চ,৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর সুদ পেতে থাকবেন আমানতকারীরা। সিনিয়র সিটিজেনদের জন্য একলপ্তে এই টাকা দিতে হবে প্রকল্পে। জমার টাকার পরিমাণ অবশ্যই ১০০০টাকার গুণিতকে জমা দিতে হবে। কোনওভাবেই এই প্রকল্পে ১৫,০০,০০০ টাকা বেশি রাখতে পারবেন না আমানতকারী।


পাবলিক প্রভিডেন্ট ফান্ড(Public Provident Fund)
এই প্রকল্পে টাকা রাখলে বছরে ৭.১ শতাংশ সুদ পাবেন আমানতকারী। সেই অনুযায়ী আপনার টাকা দ্বিগুণ হতে সময় নেবে ১০ বছর। এই ক্ষেত্রে ১৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ড পাওয়ার সুযোগ পাবেন বিনিয়োগকারী। এই স্কিমে বছরে ন্যূনতম ৫০০টাকা ও সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা রাখতে পারবেন আমানতকারী। একসঙ্গে বেশি টাকা ছাড়াও মাসে মাসে টাকা জমা দিতে পারবেন গ্রাহক।


কিষাণ বিকাশ পত্র(Kisan Vikas Patra Scheme)
এই প্রকল্পে টাকা রাখলে ৬.৯ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী। টাকা দ্বিগুণ হতে সময় নেবে ১০ বছর ৪মাস। প্রকল্পের নিয়ম অনুসারে ব্যক্তিকে ন্যূনতম ১০০০টাকা বছরে রাখতেই হবে। তবে এই প্রকল্পে টাকা জমার কোনও ঊর্ধ্বসীমা নেই। টাকা জমার ক্ষেত্রে আমানতকারীকে ১০০টাকার গুণিতকে টাকা জমা করতে হবে। 


ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate Scheme)
পাঁচ বছরের এই সেভিংস প্ল্যানে ৬.৮ শতাংশ ইন্টারেস্ট পাবেন আমানতকারী।টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ১০ বছরের বেশি। প্রকল্পে ১০০০টাকা রাখলে তা ৫ বছর পর ১৩৮৯.৪৯ টাকা দাঁড়াবে। সাত শতাংশ না হলেও এই স্কিমে টাকা রাখলে ব্যাঙ্কের থেকে বেশি ইন্টারেস্ট পাবেন।  


আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা


আরও পড়ুন : Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?