নয়াদিল্লি: আইপিএল মানেই কোটি কোটি টাকা। তাই আইপিএলে খেলার সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায়, তাই ভারতীয় দল ও বিরাট কোহলিকে খোশামোদ করেন বর্তমান অস্ট্রেলীয় ক্রিকেটাররা। অভিযোগ করলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, এর ফলে তাঁদের ক্রিকেট অত্যন্ত নরম ধাঁচের হয়ে গিয়েছে, যা মোটেই ভাল লক্ষণ নয়।


ক্লার্ক বলেছেন, সকলে জানে, ক্রিকেটের অর্থনৈতিক দিকে ভারত কতটা শক্তিশালী, তা সে আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক, বা আইপিএলের মত ঘরোয়া ক্রিকেটে। তিনি মনে করেন, অস্ট্রেলীয় দল, শুধু তারাই বা কেন, ভারতের বিপরীতে যে দলই নামে, তারাই টিম ইন্ডিয়াকে কিছুটা খোশামোদের চেষ্টা করে। কোহলি বা অন্যদের স্লেজ করতে ভয় পায়, কারণ এপ্রিলেই তো আইপিএল খেলতে ভারতে যেতে হবে! তা ছাড়া এই আইপিএল দলগুলির বেশ কয়েকটির অধিনায়ক হলেন ভারতীয় ক্রিকেট তারকারা, এ কারণেও অস্ট্রেলীয় ক্রিকেটাররা তাঁদের স্লেজ করতে চান না।

যে কোনও দশজন খেলোয়াড়ের তালিকা তৈরি করুন, দেখবেন, তাঁরা নিজেদের আইপিএল দলে অস্ট্রেলীয় খেলোয়াড়দের নেওয়ার জন্য নিলাম ডাকছেন। ফলে ক্রিকেটাররা ভাবছেন, কোহলিকে স্লেজ করব না, আমি ওর হয়ে ব্যাঙ্গালোর টিমে খেলতে চাই, ৬ সপ্তাহে ১০ লাখ মার্কিন ডলার রোজগার হবে, বলেছেন বিশ্বকাপজয়ী এই প্রাক্তন অধিনায়ক।

তাঁর মতে, এর ফলে আগের সেই আগ্রাসী অস্ট্রেলীয় দলকে আর মাঠে দেখি না আমরা। বিপক্ষের সঙ্গে যে নির্দয়, ক্ষমাহীন ব্যবহার অস্ট্রেলীয় দলের চরিত্র ছিল, আইপিএলের কোটি কোটি টাকা তা পাল্টে দিয়েছে, ক্রিকেটাররা এখন অনেক ‘ভদ্রসভ্য’। এর ফলে অস্ট্রেলীয় ক্রিকেট চরিত্র বদলে নরম সরম হয়ে গিয়েছে বলে ক্লার্ক মন্তব্য করেছেন।