দক্ষিণ ২৪ পরগনা: প্রথমে ফ্রিজ থেকে পাউরুটি বার করে খাওয়া! তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া! এরপর আলমারি ভেঙে টাকা ও গয়না লুঠ! চোরের এমন কীর্তিতে হতবাক পুলিশ! দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের জুলপিয়ার ঘটনা। শুক্রবার সকালে মেয়ের থেকে চুরির খবর পেয়ে জুলপিয়ায় নিজের বাড়িতে ফেরেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহেলি মণ্ডল। দেখেন ঘর লণ্ডভণ্ড। রান্নাঘর এলোমেলো। সহেলি বৃহস্পতিবার বাপের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। গৃহকর্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা ঘরের তালা ভেঙে ঢুকে লুঠপাট চালায়। গৃহকর্ত্রী সহেলি মণ্ডল বলেন, নগদ ৪৫ হাজার টাকা, ৬ ভরি সোনার গয়না ছিল ও আর কিছু জিনিসপত্র ছিল, সব নিয়ে পালিয়ে যায় চোরেরা। শুধু চুরি নয়, ফ্রিজ থেকে পাউরুটি বের করে চোরেরা বলে দাবি গৃহকর্ত্রীর। পাউরুটি-জল খাওয়ার পর, দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলে অনুমান গৃহকর্ত্রীর। তিনি বলেন, এসে দেখি ঘর লন্ডভন্ড, ফ্রিজ খোলা, বাইরে পাউরুটির প্যাকেট পড়ে আছে, জলের বোতল গ্লাস রয়েছে ডাইনিং রুমে, রান্নাঘর এলোমেলো। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পোশাক উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পেশাদার চোরের দলের এই কাজ করেছে। খাওয়ার পর রীতিমতো বিশ্রাম নিয়ে তারপর চুরি করে।