মুম্বই: ভারতীয় ক্রিকেট টিমের দল নির্বাচন নিয়ে রবি শাস্ত্রী ও বিরাট কোহলির ওপর নিজের ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। দল নির্বাচন নিয়ে নিজের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।


এক সাক্ষাৎকারে মহম্মদ কাইফ শাস্ত্রী ও বিরাটের উদ্দেশ বলেন, এক সময় শ্রেয়স আইয়ার আপনাদের জন্য ভীষণ প্রয়োজনীয় খেলোয়াড় ছিল। আইপিএল থেকে নিউজিল্যাণ্ড সিরিজ পর্যন্ত ধরলে শ্রেয়স চার নম্বরে ব্যাট করে ম্যাচকে সঠিকভাবে ফিনিশ করেছে। দুটো ম্যাচে ওর স্কোর ৫০ নট আউট এবং ৩৩ নট আউট। সে হঠাৎ কোণঠাসা! সুযোগ পাচ্ছে না!


কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে শ্রেয়স অন্যতম হায়েস্ট স্কোরার। ১৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৫১৯ রান। দিল্লি ক্যাপিটালস ফাইনালে যাওয়ায় প্রধান ভূমিকা ছিল আইয়ারের। সেই প্রসঙ্গ টেনে কাইফের ব্যাখ্যা, রবি শাস্ত্রী আর বিরাট কোহলির ভাবনা-চিন্তায় যে মস্ত ঘাটতি রয়েছে সেটা প্লেয়াররা জানে। তারা বুঝতে পারছে যে যতোই ভাল খেলুক না কেন তারা স্রেফ দুটো ইনিংসেই সুযোগ পাবে। এতে টিমের ক্ষতি হচ্ছে।


বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে কাইফ যে একদমই খুশি নন তা এই বয়ানে পরিস্কার আন্দাজ করা যেতে পারে। কাইফের মতে যে ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের খেলোয়াড়দের সমর্থv করতেন বিরাট কোহলি সেভাবে করেন না। আইয়ারকে প্রথম টি-২০ ম্যাচের জন্য প্রথম একাদশে সামিল না করার ঘটনা নিয়ে ঠোঁটকাটা মন্তব্য করেছেন কাইফ। সেই সঙ্গে তিনি অধিনায়ক বিরাট কোহলির এই নির্ণয় নিয়ে বেশ কিছু প্রশ্নও তুলেছেন।


বিরাট আর সৌরভের অধিনায়কত্বের পার্থক্য তুলে ধরে কাইফ বলেছেন, যখন আমরা দাদার অধিনায়কত্বে খেলতাম,  তখন এই ধরনের ব্যাপার হত না। যখনই দাদা কোনও খেলোয়াড়কে দলের জন্য নির্বাচন করতেন, সে দলে ততক্ষণ সুযোগ পেত,  যতক্ষণ না সে ভাল খেলে নিজেকে প্রমাণ করতে পারত। সত্যিই সেই সময় উনি প্লেয়ারদের দারুণ সমর্থন করতেন। আমি বা বীরেন্দ্র সেহবাগ কেন দাদার ব্যাপারে কথা বলি, কারণ উনি নিজের অধিনায়কত্বে যথেষ্ট ভালো প্রভাব ফেলেছিলেন দলের সতীর্থদের মনে। উনি একটি দল তৈরি করেছিলেন। এই ব্যাপারটাই যেন বিরাটের মধ্যে পাচ্ছি না।