শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের স্বতন্ত্র পতাকা না ফেরানো পর্যন্ত তেরঙ্গা পতাকা তুলবেন না, মেহবুবা মুফতির এই বিতর্কিত মন্তব্যে অসন্তোষ তাঁর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি(পিডিপি)তেই। তিন প্রথম সারির পিডিপি নেতা টি এস বাজওয়া, হাসান আলি ওয়াফা ও বেদ মহাজন দলীয় সভানেত্রীর ঘোষণার প্রতিবাদে দল ছেড়েছেন বলে পিডিপি সূত্রে খবর। তিনজনই জম্মুর নেতা। মেহবুবা সম্প্রতি ১৪ মাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়ে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, জম্মু ও কাশ্মীরের পৃথক পতাকা সহ তার বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তা যতক্ষণ না হচ্ছে, তিনিও ভারতের তেরঙ্গা পতাকা তুলবেন না, নির্বাচনেও অংশগ্রহণ করবেন না।
গত বছর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে তার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের বিভাজন ঘটিয়ে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তার আগেই ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সমেত একাধিক কাশ্মীরী নেতাকে গৃহবন্দি করা হয়। মেহবুবার দাবি, সাংবিধানিক বদল ঘটিয়ে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের কার্যকর করা পদক্ষেপ প্রত্যাহার করতে হবে।
বিজেপি নেতারা মেহবুবার মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতা তকমা দিয়ে তাঁর গ্রেফতারি দাবি করেছেন। এবার তাঁর দলের অভ্যন্তরেই এ নিয়ে ক্ষোভের প্রতিফলন দেখা গেল।