শ্রীনগর: লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) তিন (3) সন্দেহভাজন জঙ্গিকে (Terrorist) উত্তর কাশ্মীরের (kashmir) সোপোর (sopore) থেকে গ্রেফতার (arrest) করল জম্মু ও কাশ্মীর (jammu & kashmir) পুলিশ (police)। শুক্রবারের ঘটনা। ২২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে সম্মিলিত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে সোপোর পুলিশ। গত কাল সন্ধেয় বোমাই পুলিশ স্টেশনের বোমাই চক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।


কী দাবি পুলিশের? 
ধৃতদের নাম শরিক আশরাফ, সাকলেন মুস্তাক এবং তৌফিক হাসান শেখ বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের বক্তব্য, গোরিপুরা থেকে বোমাইয়ে আসা ওই তিন জনের গতিবিধি সন্দেহজনক বলে মনে হওয়ায় তাদের দাঁড়াতে বলা হয়েছিল। ঠিক সেই সময়ই তারা পালানোর চেষ্টা করে। তখনই নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়ে যায়। পরে তল্লাশি করা হলে তাদের থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড, নটি পোস্টার এবং ১২টি পাকিস্তানের পতাকা উদ্ধার হয় বলে দাবি পুলিশের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃতেরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার 'ওভারগ্রাউন্ড' কর্মী। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর অপেক্ষায় ছিল তারা। পাশাপাশি ভিন রাজ্যের শ্রমিকরাও তাদের নিশানা হতে পারত, জানাচ্ছে পুলিশ। আপাতত বোমাই পুলিশ স্টেশনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।      


অনুপ্রবেশের চেষ্টা 'ব্যর্থ' করল নিরাপত্তাবাহিনী...
দিনদুয়েক আগেই তাবারক হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভারতীয় সেনা। অভিযোগ, পাক গুপ্তচর সংস্থার কর্নেল ইউনুস চৌধরি তাবারককে পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা দিয়ে এ পারে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতীয় পোস্টে হামলা চালাতেই ওই ষড়যন্ত্র যা ভেস্তে দেয় ভারতীয় সেনা। তাৎপর্যপূর্ণভাবে এই তাবারককেই অতীতে এক বার মানবিক কারণে পাকিস্তানে প্রত্যর্পণ করা হয়েছিল। তাঁর গ্রেফতারির আগের দুদিনে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অনুপ্রবেশের দুটি চেষ্টা ব্যর্থ করতেও সফল হয় দেশের নিরাপত্তাবাহিনী। তাতে মারা যায় দুই জঙ্গিও। ঘটনা হল, উপত্যকা জুড়ে 'টার্গেটেড কিলিং' যে ভাবে বাড়ছে তাতে আতঙ্কের পরিবেশ অনেকের মধ্যে। গত ১৬ অগাস্ট ফের কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা চলে। একজনকে গুলি করে খুন করা হয়। আর এক জন গুরুতর জখম হন। শোপিয়ানের ছোটিগামে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর হামলা চালানোর ওই ঘটনা তোলপাড় ফেলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুনীল কুমারের। পিন্টু কুমার নামে আরেক ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।


আরও পড়ুন:সুপারি কিলার লাগিয়ে 'খুন' হাওড়ার ব্যবসায়ী, গ্রেফতার পালিত পুত্র-সহ ২