Jammu Kashmir News: বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদওয়াস এলাকায় খতম হয়েছে তিন জঙ্গি। গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। সেই লড়াইতেই নিকেষ হয়েছে তিন জঙ্গি। সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। এক্স মাধ্যমে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে পোস্ট করে জানানো হয়েছে লিদওয়াস এলাকায় অপারেশন মহাদেব শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এই অভিযানেই খতম হয়েছে তিন জঙ্গি। অভিযান এখনও শেষ হয়নি, চলছে- একথাও জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের তরফে। 

Continues below advertisement



সেনাবাহিনীর তরফে জঙ্গিদের কোনও পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদওয়াসে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একত্রে অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, গোপন গোয়েন্দা সূত্রে জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়ে অভিযান চালানো হয়েছিল নিরাপত্তাবাহিনীর তরফে। হারওয়ান এলাকার মুলনারে এই অভিযান চালায় ভারতীয় সেনা, সিআরপিএস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে ওই এলাকায়, এমন সন্দেহ করা হচ্ছে। তার জন্য চিরুনি তল্লাশি চলছে ওই এলাকায়। 



 প্রায় ১৫ দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল এই অভিযানের। আজ সকালে যখন অভিযান শুরু হয় তখন নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল ৩ থেকে ৪ জন জঙ্গি গোপন ঘাঁটিতে লুকিয়ে রয়েছে ঘন জঙ্গলের ভিতর। প্রথমে ২ জঙ্গিকে খতম করা হয়েছিল। পরে তৃতীয় জঙ্গিকে নিকেষ করা হয়। আরও এক জঙ্গির এই এলাকায় লুকিয়ে থাকার সন্দেহ করা হচ্ছে। তার খোঁজ চলছে। সূত্রের খবর, সুলেমান ও ইয়াসির নামে ২ জঙ্গিকে খতম করা হয়েছে যারা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, আরেক জঙ্গির নাম হামজা, তাকেও খতম করেছে নিরাপত্তাবাহিনী। মুসা নামের আরও এক জঙ্গির খোঁজ চালাচ্ছে সেনা। সেই পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় টাট্টু ঘোড়া চালকের মৃত্যু হয়েছিল এই জঙ্গি হামলায়।