চেন্নাই: গির্জার অনুষ্ঠানে অংশ নেওয়ায় সাসপেন্ড করা হল তিরুমালা তিরুপতি মন্দিরের আধিকারিককে। তিনি খ্রিস্টধর্মের প্রচার করেছেন বলে অভিযোগ তুলে সাসপেন্ড করা হল ওই অধিকারিককে। তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রশাসক মণ্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছ তামিলনাড়ুর রাজনীতিতে। (Tirumala Tirupati Temple)
ভগবান বেঙ্কটেশ্বরের মন্দির, তিরুমালা তিরুপতির অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ অফিসার রাজাশেখর বাবুকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার করে তিরুপতি জেলায় নিজের শহর পুট্টুরের গির্জার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিলেন রাজাশেখর। আর তাতেই মন্দির কর্তৃপক্ষের রোষানলে পড়েন তিনি। হিন্দু দেবোত্তর আইনে যে বিধি রয়েছে, রাজাশেখর তা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খ্রিষ্টধর্ম প্রচারের অভিযোগও তুলেছেন মন্দির কর্তৃপক্ষ। (Tirumala Tirupati Devasthanams)
তিরুমালা তিরুপতি মন্দির কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘মন্দির কর্তৃপক্ষ জানতে পেরেছেন যে, শ্রী রাজাশেখর বাবু প্রতি রবিবার পুট্টুরে গির্জার প্রার্থনাসভায় অংশ নেন’। অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন মন্দির কর্তৃপক্ষ। সেই তালিকায় নয়া সংযোজন রাজাশেখর। শিক্ষক, প্রযুক্তি অফিসার, নার্স, আধিকারিক-সহ এখনও পর্যন্ত ১৮ জনকে বদলি করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের দাবি, তিরুমালা তিরুপতির বিধি লঙ্ঘন করেছেন রাজাশেখর। হিন্দু ধর্মীয় সংগঠনের অংশ হয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন তিনি। ভিজিল্যান্স বিভাগ বিষয়ে তুলে ধরে, জমা পড়ে প্রমাণপত্র। সেই নিরিখেই রাজাশেখরের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। গির্জার প্রার্থনাসভায় রাজাশেখর রয়েছেন, এমন একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির তিরুমালা তিরুপতি। ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করে তারা। অহিন্দু কর্মীদের অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে আপত্তি জানানো হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে করা হয় কড়া পদক্ষেপও। একই সঙ্গে হিন্দু এবং অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা শপথভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলা হয়।
সাম্প্রতিক সময়ে তিরুমালা তিরুপতি মন্দিরকে ঘিরে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। মন্দির সংস্থার চেয়ারম্যান বিআর নায়ডুর মতে, তিরুমালা তিরুপতি একটি স্বতন্ত্র ধর্মীয় সংগঠন। ব্যক্তিগত ভাবে তিনি অহিন্দুদের কাজে নিয়োগ করার বিরোধী। অহিন্দু কর্মীদের স্বেচ্ছাবসরে রাজি করাবেন বলেও জানিয়েছিলেন তিনি, অন্যথায় তাঁদের বদলি করা হবে বলেও জানান।