অমরাবতী : তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এনিয়ে শুধু তিনিই বিস্মিত নন, বিষয়টি নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। তাঁর সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে NDA বৈঠকেও বিষয়টি তিনি উল্লেখ করেন। তিরুমালা মন্দির ট্রাস্টে লাড্ডু তৈরির জন্য যে গোরুর ঘি পাঠানো হয় তার নমুনার ল্যাবরেটরির বিশ্লেষণ বৃহস্পতিবার তুলে ধরে নায়ডু-নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার। তাতে ফরেন ফ্যাটের কথা উল্লেখ করা হয়েছে। কী রয়েছে এই ফরেন ফ্যাটে ? তাতে শুয়োরের চর্বি, গরুর চর্বি ও মাছের তেল রয়েছে। নমুনায় নারকেল, তিসি, রেপসিড এবং তুলাবীজের মতো উদ্ভিজ্জ উৎস থেকে মেলা চর্বির কথাও উল্লেখ করা হয়। Tirupati laddu controversy
গত ২৩ জুলাই এই বিশ্লেষণ করা হয়। কারণ, তিরুপতির লাড্ডু প্রসাদে স্বাদ পাল্টে গেছে বলে অভিযোগ পায় অন্ধ্রপ্রদেশ সরকার। মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় ৩ লক্ষ লাড্ডু তৈরি করে। ভক্তদের চোখে এই প্রসাদের এক আলাদা মাহাত্ম্য রয়েছে। এই পরিস্থিতিতে এই তথ্য নিয়ে শোরগোল পড়ে গেছে।
বিষয়টি নিয়ে এবার সরব হলেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণও। তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে বিলি হওয়া প্রসাদের "অপবিত্র" উপাদানের বিষয়টিকে "খুবই বিরক্তিকর" বলে উল্লেখ করলেন তিনি। বিজেপি নেতৃত্বাধীন NDA ব্লকের অন্যতম নেতা কল্যাণ বলেন, জাতীয় স্তরে মন্দির সম্পর্কিত ইস্যুগুলি দেখার জন্য এবার হয়ত সনাতন ধর্ম রক্ষা বোর্ড তৈরির সময় এসেছে।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তিরুপতি বালাজির প্রসাদে প্রাণীর চর্বি (মাছের তেল, শুয়োরের ও গরুর মাংসের চর্বি) মেলায় আমরা খুবই বিরক্ত। তৎকালীন YCP সরকার দ্বারা তৈরি TTD বোর্ডকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।