চেন্নাই : ১৮ জন অ-হিন্দু কর্মীর বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল তিরুপতি মন্দিরের গভর্নিং বডি তিরুমালা তিরুপতি দেবাষ্টনম। এই কর্মীদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, হয় তাঁরা বদলি নিয়ে অন্যত্র চলে যাক অথবা স্বেচ্ছাবসর নিয়ে নিন। মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতা এবং ধর্মীয় কার্যকলাপ বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।


এই পরিস্থিতিতে ১৮ জন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। এঁদের বিরুদ্ধে তিরুমালা তিরুপতি দেবাষ্টনমের উৎসব এবং আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অ-হিন্দু কার্যকলাপে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।  


সম্প্রতি তিরুমালা তিরুপতি দেবাষ্টনম সিদ্ধান্ত নিয়েছিল, এই কর্মীদের হয় সরকারি দফতরে বদলি করা হবে অথবা স্বেচ্ছাবসর নিতে বলা হবে। TTD-র চেয়ারম্যান বিআর নায়ডু আগেই জানিয়েছিলেন, তিনি এই বিষয়টি নিশ্চিত করবেন যে তিরুমালায় হিন্দু বিশ্বাস ও পবিত্রতা থাকে। 


তাঁর নির্দেশিকার পর, ১৮ জন কর্মীর বিরুদ্ধে ডিসসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আদেশ জারি হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, "তাঁরা অ-হিন্দু ধর্মীয় কার্যকলাপে অংশ নিয়েছেন। অথচ তিরুমালা তিরুপতি দেবাষ্টনম কর্তৃক আয়োজিত হিন্দু ধর্মীয় মেলা, উৎসব ও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যার জেরে কোটি কোটি হিন্দু ভক্তের বিশ্বাস, আবেগ ও পবিত্রতায় প্রভাব পড়েছে।" এক বিবৃতিতে বোর্ডের তরফে এমনই দাবি করা হয়েছে।


তিরুমালা তিরুপতি দেবাষ্টনম একটি স্বাধীন ট্রাস্ট। যারা অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির-সহ একাধিক মন্দিরের তত্ত্বাবধায়ক। লাড্ডু বিতর্কের পর ট্রাস্টের চেয়ারম্যান বি আর নায়ডু বলেছিলেন, "মন্দিরে অ-হিন্দু কর্মীদের অনুমতি দেওয়ার কোনও প্রশ্নই নেই। আমার কাছে অ-হিন্দু কর্মীদের একটি তালিকা আছে। যেহেতু হিন্দুদের তরফে সংস্কারের দাবি তোলা হয়েছে তাই আমি তাঁদের সঙ্গে কথা বলব।" এর পাশাপাশি ট্রাস্টের তরফে এও বলা হয়েছিল যে, মন্দিরের ভেতর এবং বাইরে শুধুমাত্র হিন্দু ভেন্ডরদেরই অনুমতি দেওয়া হবে। চেয়ারম্যানের সংযোজন ছিল, "বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর জন্য শুধুমাত্র হিন্দু ভেন্ডরদেরই অনুমতি দেওয়া হবে। অ-হিন্দু ভেন্ডরদের আমরা সরিয়ে দেব। আমাদের আওতায় থাকা জমি পূর্বতন YRSCP সরকার 'মুমতাজ' নামের একটি হোটেলকে দিয়ে দিয়েছিল। ওরা নিয়ম ভেঙেছিল। তাই আমরা তা খারিজ করেছি।"


তিরুমালা তিরুপতি দেবাষ্টনম-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রভু ভেঙ্কটেশ্বর মন্দিরের বেদিতে সেবা দিতে শুধুমাত্র হিন্দুদেরই অনুমতি দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে অ-হিন্দু কর্মীদের।