Abhishek Banerjee CBI Raid LIVE: মেনকা গম্ভীরকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

TMC Abhishek Banerjee CBI Raid LIVE Updates: গতকালই মেনকার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Feb 2021 02:29 PM
Abhishek Banerjee CBI Raid LIVE: মেনকা গম্ভীরের আবাসন থেকে বেরিয়ে গেল সিবিআই দল

মেনকা গম্ভীরকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেল সিবিআই টিম। পঞ্চসায়রের আবাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল।

Abhishek Banerjee CBI Raid LIVE: মেনকা গম্ভীরকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

মেনকা গম্ভীরকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষ। পঞ্চসায়রের আবাসনে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 

Abhishek Banerjee CBI Raid LIVE: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতে গেল সিবিআই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে গেল সিবিআই।  গতকালই মেনকার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Abhishek Banerjee CBI Raid LIVE: সিবিআইয়ের নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা

সিবিআইয়ের নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। গতকাল কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই রুজিরার বাড়িতে নোটিস ঝুলিয়ে দিয়ে এসেছিল।  রুজিরা সিবিআইকে জবাবে জানিয়েছেন, তিনি আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সময় দিতে রাজি। তিনি জানিয়েচেন, ওই সময়ের মধ্যে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারেন।  

Abhishek Banerjee CBI Raid LIVE: কয়লাকাণ্ডের তদন্তে এবার লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই

কয়লাকাণ্ডের তদন্তে নতুন তথ্য মিলেছে বলে দাবি সিবিআই সূত্রে।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।  ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর অর্থ।  সিবিআই সূত্রে দাবি,  ওই অ্যাকাউন্টের সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

অভিষেকের শ্যালিকাকে এবার নোটিস CBI-র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-র বোনকেও এবার নোটিস দিল সিবিআই

Abhishek Banerjee CBI Raid LIVE: স্ত্রীকে সিবিআই নোটিস প্রসঙ্গে বার্তা অভিষেকের

স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে ট্যুইট অভিষেকের। তিনি বলেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’

Abhishek Banerjee CBI Raid: ‘’কান টানলে মাথা আসে’’ প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র

সিআরপিসি-র ১৬০ নম্বর ধারায় অভিষেকের স্ত্রীকে নোটিস, ‘’কান টানলে মাথা আসে’’ প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। 

Abhishek Banerjee CBI Raid LIVE: অভিষেকের বাড়ির দোরগোড়ায় সিবিআই, তদন্ত যেন শ্লথ না হয়, বললেন সুজন চক্রবর্তী

''যথাযথ তদন্ত হোক। তদন্ত যেন শ্লথ না হয়,'' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। ''এই তদন্ত যেন নিরপেক্ষ হয়। বাংলাকে যে লুট করা হচ্ছে তা বন্ধ করা দরকার।'' প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।  

Abhishek Banerjee CBI Raid LIVE: এসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না: সৌগত রায়

''বিজেপি প্রতিশোধমূলক কাজ করবে এটা জানাই ছিল। কিন্তু এসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না।'' প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের 

TMC Abhishek Banerjee CBI Raid: সত্যি সামনে আসুক, বললেন শমীক ভট্টাচার্যের

এদিনের এই ঘটনায় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘’সত্যি সামনে আসুক। আমাদের দ্বারা কোনও সংস্থা পরিচালিত হয়নি। ভবিষ্যতেও হবে না। যাঁরা এটা প্রতিহিংসার রাজনীতি বলছেন, তাঁরা ঠিক বলছেন না।‘’

Abhishek Banerjee CBI Raid LIVE: এটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, প্রতিক্রিয়া কুণালের

কয়লাকাণ্ডে এবার অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি। 

Abhishek Banerjee CBI Raid LIVE:নিজাম প্যালেসে নয়, বাড়িতে বসেই জিজ্ঞাসাবাদ, সিবিআই সূত্র

মহিলা আধিকারিকের উপস্থিতি জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিবিআই সূত্র খবর, নিজাম প্যালেসে নয়, বাড়িতে বসেই হবে জিজ্ঞাসাবাদ। 

Abhishek Banerjee CBI Raid: বাড়ি ফিরলেই রুজিরাকে ফোন করার নির্দেশ সিবিআইয়ের

দুপুরে দক্ষিণ কলকাতায় অভিষেকের বাসভবন শান্তিনিকেতন রেসিডেন্সিতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেন সিবিআই আধিকারিকরা। প্রায় ১০ মিনিট তাঁরা অভিষেকের বাড়িতে ছিলেন। 

Abhishek Banerjee CBI Raid LIVE: সন্দেহজনক নগদ লেনদেন সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে: সূত্র

জিজ্ঞাসাবাদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। কোথা থেকে টাকা ট্রান্সফার? জানতে চাইতে পারেন। টাকা কয়লাপাচারকারীদের সঙ্গে সম্পর্কযুক্ত। সিবিআই সূত্র।

Abhishek Banerjee CBI Raid: আজই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস: সিবিআই সূত্র

মোবাইল ফোনের নম্বর দিলেন সিবিআই আধিকারিকরা। বাড়ি ফিরলেই ফোন করতে বলা হয়েছে রুজিরাকে। আজই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস: সিবিআই সূত্র। কখন কথা বলতে পারবেন তা জানাতে বলা হয়েছে। 

Abhishek Banerjee CBI Raid LIVE: বাড়িতে বসেই জেরা করতে চান, সিবিআই সূত্র

সিআরপিসি-র ১৬০ নম্বর ধারায় নোটিস। সাক্ষী হিসেবে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বাড়িতে বসেই জেরা করতে চান, সিবিআই সূত্র। নিজাম প্যালেসে যেতে হবে না। 

Abhishek Banerjee CBI Raid: বাড়িতে নেই অভিষেকের স্ত্রী রুজিরা, জানানো হয় বাড়ির তরফে

‘আজই অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই’। বাড়িতে নেই অভিষেকের স্ত্রী রুজিরা, জানানো হয় বাড়ির তরফে। 

Abhishek Banerjee CBI Raid LIVE:অভিষেকের কালীঘাটের বাড়িতে সিবিআইয়ের ৫ আধিকারিক

সন্দেহজনক নগদ লেনদেন সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে: সূত্র। বাড়িতে কেউ না থাকায় নোটিস দিতে দেরি। কয়লাকাণ্ডে আগেই একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ। লালার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। 

Abhishek Banerjee CBI Raid LIVE: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের

কয়লাকাণ্ডে এবার অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের। 

প্রেক্ষাপট

কলকাতা: কয়লাকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের। অভিষেকের কালীঘাটের বাড়িতে সিবিআই টিম। 
অভিষেকের স্ত্রী রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন। রুজিরার অ্যাকাউন্টে একাধিক সন্দেহজনক লেনদেন: সিবিআই সূত্র। কয়লাকাণ্ডে আগেই একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ
অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.