বহরমপুর: ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। তাঁদের পাশে থাকার বার্তাও দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন,  যাঁরা নির্বাচনের আগে কলা পাতায় ভাত খেয়েছেন, “খাটিয়াতে বসে ছবি তুলেছেন, গ্রামে ঘুরে বেড়িয়েছেন। ট্যুরিস্ট গ্যাঙের ছবি দেখা গিয়েছে শুধু মার্চ আর এপ্রিল মাসে। মে মাসের ২ তারিখ ফল ঘোষণা হওয়ার পর আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কাউকে দেখা যাচ্ছে না।” একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "যাঁরা ১০ জন নেতাকে এক ছাতার তলায় আনতে পারে না। তাদের হাতে ১৩০ কোটির দেশ গেলে কী অবস্থা হতে পারে। অভিষেকের কথায়, বিজেপি মুখে ঘোষণার কথা বলে আমরা কাজে করি।" 


সোমবার বজ্রপাতে মুর্শিদাবাদেই মৃত্যু হয়েছে ৯ জনের। আজ মুর্শিদাবাদের বহরমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার সাহায্যের ঘোষণা করেছে। রাজ্য সরকার থেকেও আর্থিক সাহায্যে ইতিমধ্যেই করা হয়েছে। যেকোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। ক্ষতিপূরণ দিয়ে তা পূরণ করা যায় না। অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। পরিবার থেকে কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে। এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীকে জানাব। সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করা হবে।“


অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে পৌঁছে  প্রথমে বজ্রাঘাতে মৃত প্রহ্লাদ মুরারি ও তারপর অভিজিৎ বিশ্বাসের বাড়িতে যান। সেখানে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।  তৃণমূল কংগ্রেস সারা বছরই পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এরপর কপ্টারে রঘুনাথগঞ্জের উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বজ্রাঘাতে মৃত সাতজনের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদেরও পাশে থাকার আশ্বাস দেন। তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি। 


উল্লেখ্য, সোমবার বজ্রাঘাতে রাজ্যের ৮ জেলায় ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবথেকে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে হুগলিতে। মুর্শিদাবাদে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া ও বীরভূমেও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বজ্রাঘাতে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে এদিন কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।