শিলং : মহিলা ও বেকারদের আর্থিক সাহায্য, পড়ুয়াদের ল্যাপটপ, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ থেকে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ঢেলে সাজানো। মেঘালয়ের (Meghalaya) নির্বাচনী মাটিতে দাগ কাটার লক্ষ্যে ১০ দফা প্রতিশ্রতি নিয়ে ইস্তেহার (Manifesto) প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)।  শিলংয়ে এক সাংবাদিক সম্মেলনে বসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা করছেন তিনি। মেঘালয়ে তৃণমূল ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে তাঁর দল পূরণ করবে সমস্ত প্রতিশ্রুতি। যদিও অভিষেকের মেঘালয় সফরকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি খোঁচা, ত্রিপুরা, গোয়া, অসম, অনেক নাটক দেখেছি, মেঘালয়েও তেমনই একটা ফ্লপ শো হবে।


রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল সরকারের পশ্চিমবঙ্গে (West Bengal) তৃতীয়বার মসনদে বসার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মাস্টার স্ট্রোক ছিল 'লক্ষ্মীর ভাণ্ডার'। মহিলাদের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভা ভোটে (Assembly Election) ঘাসফুল শিবির বাড়তি 'মাইলেজ' পেয়েছিল বলেই মত অনেকের। মেঘালয়ের মানুষের মনে জায়গা করে নিতেও কি সেই একই রাস্তা নিল তৃণমূল কংগ্রেস (TMC) ? আগামী ফেব্রুয়ারি মাসের শেষে ভোট উত্তর-পূর্বের রাজ্যে। সেখানে নির্বাচনী অঙ্কে দাগ কাটতে তৃণমূল যে মুখিয়ে, সেটা বোঝা গিয়েছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একাধিকবার মেঘালয় সফর নিয়ে। এবার নির্বাচনী ইস্তেহারও জায়গা করে নিল বঙ্গ-নির্বাচনের মতো রণকৌশল।


তৃণমূল তাদের ইস্তেহারে বলেছে, ক্ষমতায় এলে মেঘালয়ের মহিলা ও বেকারদের হাতে মাসিক ১ হাজার টাকা করে দেবে তৃণমূল সরকার। উত্তর-পূর্বের রাজ্যের ১ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ল্যাপটপ। ৩ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দারিদ্র দূরীকরণ থেকে মেঘালয়ের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর অঙ্গীকারও রয়েছে ইস্তেহারে। ১০ দফা প্রতিশ্রুতির সবথেকে গুরুত্বপূর্ণ তথা মহিলা ও বেকারদের আর্থিক সাহায্য় প্রসঙ্গে অভিষেকের মন্তব্য, অনেকে প্রশ্ন করতেই পারেন কীভাবে অর্থের সংস্থান হবে। তাঁদের জানাতে চাইব, টাকা নিয়ে চিন্তা করবেন না। কারণ, জেনে রাখুন, অর্থ কিন্তু রাজ্য সরকারের কাছে থাকে, পার্থক্য হয়ে দাঁড়ায় সরকারের মানসিকতা। পশ্চিমবঙ্গের সরকার রাজ্যের নাগরিকদের প্রতি সহানুভূতিশীল। এ দিন তিনি আরও বলেন, 'কিছু বললে তা রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। মানুষের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়। ইস্তেহারে শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা'।


আরও পড়ুন- ঢেলে সাজাব স্বাস্থ্য ও শিক্ষা, মেঘালয়ে বসে 'প্রতিজ্ঞা' অভিষেকের