Tech News: ভারতের বুকে অ্যান্ড্রয়েড , আইওএস-এর দিন শেষ। ভারতবাসীর ফোনে দেখা যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভর অপারেটিং সিস্টেম (BharOS)। মঙ্গলবার ছিল সেই অপারেটিং সিস্টেমের পরীক্ষা। যা সহজেই উতরে গিয়েছে মাদ্রাজ আইআইটি-র (IIT Madras)তৈরি এই অপারেটিং সিস্টেম।


BharOS: ভিডিয়ো কলেই চলে দেশি প্রযুক্তির পরীক্ষা
কদিনে আগেই প্রকাশ্য়ে আসে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অপারেটিং সিস্টেম। এরপর ছিল কেবল পরীক্ষার পালা। আজ কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সামনেই ভিডিয়ো কলে চলে BharOS-এর প্রযুক্তি পরীক্ষা। যাতে সফল হয় অ্যান্ড্রয়েড ও আইওএস-এর এই প্রতিযোগী। 


Tech News: পরীক্ষা শেষে কী বলেন মন্ত্রী ?
এদিন মাদ্রাজ আইআইটি-র (IIT Madras)তৈরি এই অপারেটিং সিস্টেম নিয়ে কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি মন্ত্রী বলেন,''এবার এই অ্যাপ ইকোসিস্টেম ও আত্মনির্ভর চিপসেট তৈরির দিকে এগোতে হবে।'' পাশাপাশি BharOS-এর নামে 'এ' যোগ করতে বলেন তিনি। যাতে এই অ্যাপের নাম 'ভরসা' হয়ে যায়। মূলত, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই 'আত্মনির্ভর ভারত' পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়। তাই এখন প্রযুক্তির পাশাপাশি প্রতিরক্ষার খাতেও দেশি উদ্য়োগে ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। আইআইটি মাদ্রাজের এই নয়া উদ্যোগও সেই পরিকল্পনার অঙ্গ।


BharOS: ধর্মেন্দ্র প্রধান করেছেন ট্যুইট


অশ্বিনী বৈষ্ণবের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে একটি টুইট করেছেন। যেখানে তিনি বলেছেন ,''আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল অপারেটিং সিস্টেম, BharOS-এর সফল পরীক্ষা হয়েছে। ভারতকে একটি শক্তিশালী আত্মনির্ভর ডিজিটাল পরিকাঠামোর দেশে নিয়ে যেতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতওএস-এর এই সফলতা মোদি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।''


বর্তমানে বিভিন্ন দেশ তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আনায় জোর দিচ্ছে। আগেই সেই কাজ শুরু করে দিয়েছে চিন , জাপান। এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারত। মাদ্রাজ আইআইটির ভর অপারেটিং সিস্টেম আপাতত সেই কাজ করছে। বিশ্ববাজারে অ্যাপলের অপারেটিং সিস্টেমের যথেষ্ট সুনাম রয়েছে। মূলত, আইফোনের সুরক্ষা সবার থেকে বেশি বলেই ধরা হয়। তবে অ্যাপলের ফোনের বাইরে ব্যবহার করা যায় না এই সিস্টেম। সেই জায়গায় অনেকটাই এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তাই বিশ্ব বাজারে আইওএস-এর থেকে বেশি জনপ্রিয়তা রয়েছে এই অপারেটিং সিস্টেমের।


Google Layoffs: আরও চাকরি যাবে ! গুগলের গোপন প্ল্যান প্রকাশ্যে, কী বলছে কোম্পানি ?