বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ফের দলবদলের ছায়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জেলা যুব তৃণমূল সহ সভাপতি রামকৃষ্ণ দাস। আগামী ২ জানুয়ারি মহিষাদলে শুভেন্দুর সভায় তিনি বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। যদিও তাঁর সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অন্যদিকে তৃণমূলকে ভাঙা নৌকার সঙ্গে তুলনা করে রামকৃষ্ণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি।
পূর্ব মেদিনীপুরে কি তৃণমূলে ভাঙন ধরাতে শুরু করলেন শুভেন্দু, এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে চর্চা। বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা রামকৃষ্ণ মহিষাদলের ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধানও। জোড়া পদে থাকা রামকৃষ্ণের দাবি, তৃণমূলে গুরুত্ব না পেয়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেছেন, শুভেন্দু অধিকারী ২ জানুয়ারি মহিষাদলে সভা করবেন। ওইদিন বিজেপিতে যোগ দেব। আমার সঙ্গে বেশ কয়েকজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও নেতাও বিজেপিতে যোগ দেবেন। দলে আমাদের কোনও গুরুত্ব নেই। আমাদের কথা শোনা হয় না।
রামকৃষ্ণ দাসের দলত্যাগের সিদ্ধান্ততে তেমন গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। দলের মহিষাদল ব্লক সভাপতি তিলক চক্রবর্তীর দাবি, যাঁরা এতদিন সুবিধা ভোগ করেছেন, তাঁরা দল ছাড়ছেন। এতে দলে কোনও প্রভাব পড়বে না।
অন্যদিকে, তৃণমূলে ভাঙন নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে স্থানীয় বিজেপির নেতার গলায়। দলের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল এখন ভাঙা নোকা । সবাই বিজেপিতে যোগ দিচ্ছেন। দলটাই থাকবে না। ২০২১-এ মানুষ বুঝিয়ে দেবে। সব মিলিয়ে দলবদল ঘিরে এখন সরগরম জেলার রাজনীতি।
২ জানুয়ারি মহিষাদলে বিজেপিতে যাচ্ছেন যুব সহ সভাপতি, পূর্ব মেদিনীপুরে তৃণমূল ভাঙাচ্ছেন শুভেন্দু?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 06:38 PM (IST)
বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা রামকৃষ্ণ মহিষাদলের ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধানও। জোড়া পদে থাকা রামকৃষ্ণের দাবি, তৃণমূলে গুরুত্ব না পেয়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -