আরএসএস-বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে এবার সরাসরি পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের বিধায়ক। আর তার জেরেই আলিপুরদুয়ারে ক্রমশ চড়ছে তৃণমূল-বিজেপির তরজা।
আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, আর এসএস ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে মানুষকে বোঝাচ্ছে। পাকিস্তানি জঙ্গিদের যে কায়দায় প্রশিক্ষণ দেওয়া হয়, সেইভাবেই আরএসএসের কর্মীরা ট্রেনিং পায়। তিনি আরও বলেন, এরা ঘরে ঘরে গিয়ে বিভেদনীতি ছড়িয়ে দিচ্ছে, দাঙ্গা বাঁধাচ্ছে।
বেশ কয়েকদিন ধরেই আলিপুরদুয়ার জেলা জুড়ে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসকদল। শনিবার আলিপুরদুয়ারে ছিল তৃণমূলের অবস্থান বিক্ষোভ। আর সেই মঞ্চ থেকেই আরএসএস-বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, আরএসএস বিজেপির মুখ। ওদের জঙ্গি কার্যকলাপ দেখতে পারছি। পার্টি অফিস ভেঙে দিচ্ছে। খুন করে দিচ্ছে। মানুষের ভাল করার জন্য আসেনি।
তৃণমূল বিধায়কের এই মন্তব্য সামনে আসার পর পাল্টা আক্রমণের পথে হেঁটেছে গেরুয়া শিবির। শাসকদলের বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,'আইনি নোটিস পাঠাব। প্রমাণ করতে হবে আরএসএস স্বয়ংসেবকদের জঙ্গিদের মতো প্রশিক্ষণ দিচ্ছে।'
যদিও এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক।