কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে একটি মঞ্চে এসেছেন বিরোধীরা। নাম হয়েছে I.N.D.I.A. সেই মঞ্চে বাম-কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল- সবাই রয়েছে। রাজ্যে যাঁরা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী তাঁরা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে বোঝাপড়া শুরু করায় রাজ্য-রাজনীতিতে নানা প্রশ্ন উঠেছে। রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে একসারিতে বাম-কংগ্রেস ও তৃণমূল থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার এই প্রসঙ্গে তৃণমূল সাংসদের উত্তরে বাড়ল জল্পনা।


বাংলায় বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে যৌথ আন্দোলন সম্ভব কি? এই প্রশ্নের উত্তরে ঠিক কী জবাব দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়? তৃণমূলের রাজ্যসভার সাংসদ বলেন, 'করা উচিত। করা উচিত। কেন করা উচিত নয়। যদি আজকে পার্লামেন্টে হতে পারে, তাহলে এখানে কেন হবে না।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, '২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের পক্ষে কথা বলেছেন। কোনও দল সম্পর্কে কোনও মন্তব্য করেননি। কিন্তু, আমাদের দলকে নিয়ে বাকিদের কেন চিন্তা, বুঝি না। অন্যেরা যদি এক পা এগোয়, আমাদের দল দু পা এগোবে! নেত্রী সবাইকে নিয়ে চলার কথা বলেন। রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ থাকে, বিরোধিতা থাকে, কিন্তু বৃহত্তর স্বার্থে একজোট হতে হবে। ৭৭ সালে যদি জনসংঘের সঙ্গে জোট হতে পারে, তাহলে এখন নয় কেন? আজ তো ভয়ংকর পরিস্থিতি।' তাঁর এই মত ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা দানা বেধেছে। সঙ্গে চলছে চাপানউতোর।


২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে রুখতে একজোট ২৬টি বিজেপি বিরোধী দল। একমঞ্চ থেকে বিজেপিকে হারানোর ডাক দিচ্ছেন রাহুল-মমতা-ইয়েচুরিরা। সংসদে মণিপুর ইস্যুতে বিজেপিকে নিশানা করে একসঙ্গে সুর চড়াচ্ছে সবপক্ষ। কংগ্রেস সভাপতির পাশে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিছুটা দূরেই দাঁড়িয়ে অধীর চৌধুরী, বিকাশরঞ্জন ভট্টাচার্যরা। সোমবারই সংসদে এই ছবি দেখা গিয়েছে। কিন্তু বড় প্রশ্ন এটাই যে, লোকসভায় একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও বাংলায় কি আদৌ তৃণমূল-সিপিএম-কংগ্রেস জোট সম্ভব? 


সম্প্রতি ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সিপিএমকে নামমাত্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তাঁর মুখে কংগ্রেস বিরোধিতার প্রসঙ্গও আসেনি। যদিও এই আবহেই সিপিএমের তরফে বার্তা দেওয়া হয়েছে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবেই। একই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস। 


বিরোধীদের কটাক্ষ:
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'সবে তো বিজেপি বিরোধিতার কথা বললেন তিনি। নো কনফিডেন্স মোশনের সময় দেখা যাবে। আমরা সিএএ-এর সময় দেখেছি।  তিন তালাক বিলের সময় দেখেছি।' আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'ঘটা করে উৎসব করছেন ২১ জুলাই। ২১ জুলাইয়ের কমিশন রিপোর্ট কোথায়? সাঁইবাড়ির কমিশন রিপোর্ট কোথায়? মরিচঝাঁপির কমিশন রিপোর্ট কোথায়?'


আরও পড়ুন: মা হল 'পুরুষ' গোরিলা! ভুল ভাঙার পর বিস্মিত চিড়িয়াখানা