LIVE UPDATE: তৃণমূলের নয়া কর্মসূচি 'বাংলার গর্ব মমতা', 'দিল্লিতে পরিকল্পিত গণহত্যা...আইন হাতে তুলে নেবেন না': নেতাজি ইন্ডোরের সভায় আর্জি মমতার

Continues below advertisement

LIVE

Background

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পুরভোট। এই পরিস্থিতিতে জনসংযোগের লক্ষ্যে সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের নতুন কর্মসূচির ঘোষণা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটকৌশলী পিকের হাত ধরেই করা হবে ঘোষণা।  এতে যুক্ত হবেন ১ লক্ষ তৃণমূল নেতা-কর্মী। কাকে কোন দায়িত্ব পালন করতে হবে, সোমবারই তা জানাবেন তৃণমূলনেত্রী।

রবিবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শহিদ মিনার ময়দানের সভা থেকে রাজ্য বিজেপির জন্য নতুন কর্মসূচির সূচনা করেন অমিত শাহ। ২৪ ঘণ্টা পর সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূলের নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা তৃণমূলের।

জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে রাজ্যজুড়ে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। যুক্ত হবেন তৃণমূলের সর্বস্তরের লক্ষাধিক পদাধিকারী।

সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় আমন্ত্রিত নেতা, কর্মীদের প্রত্যেকের জন্য থাকছে নির্দিষ্ট বসার জায়গা। ব্যবস্থাপনার দায়িত্বে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার কর্মীরা।

গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির আসন এক লাফে ২ থেকে বেড়ে দাঁড়ায় ১৮।

এরপরই জনসংযোগ পুনরুদ্ধারের লক্ষ্যে গত জুন মাস থেকে শুরু হয় ‘দিদিকে বলো’ কর্মসূচি। এবার পুরভোটের আগে জনসংযোগ বাড়াতে সম্পূর্ণ নতুন রাজনৈতিক কর্মসূচির সূচনা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এই কর্মসূচির একটি নামকরণও করবেন তিনি।

Continues below advertisement
13:04 PM (IST)  •  02 Mar 2020

আর যা যা বললেন মুখ্যমন্ত্রী -
13:04 PM (IST)  •  02 Mar 2020


• দিল্লিতে যা হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস।

• দিল্লিতে প্রয়োগ করা হয়েছে গুজরাত মডেল।

• আইন মেনে সরকারকে চলতে হয়।

• বুধবার দুপুর ৩ থেকে একঘণ্টা ধরে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল।

• দোল-হোলি-রামনবমীতে প্ররোচনা দেওয়া হবে, সঙ্ঘাতে যাবেন না।

• অমিত শাহ উদ্বাস্তুদের অপমান করছেন। আপনি নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন। নাগরিকত্বের নামে সব মিলিয়ে তিন-চারশ লোক মারা গিয়েছেন।

• সিপিএম-কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে চাইছে। ওই জন্যই বিজেপি শুধু ২০০টি আসন জিততে চায়। বাকি ৯৪টি আসন ছেড়ে রাখতে চায়।
12:48 PM (IST)  •  02 Mar 2020

‘ তৃণমূল তহবিল তৈরি করে হিংসায় বিধ্বস্তদের সাহায্য করবে। কারও থাকার জায়গা না থাকলে, তাদের জন্য বাংলার দরজা খোলা’, বললেন মমতা
12:47 PM (IST)  •  02 Mar 2020

তৃণমূল নেত্রী বললেন, ‘ভূমিপুত্রদের ক্ষমতা দেবেন, আমরা ভূমিপুত্র নই? আমাদের কী এনআরসি করে তাড়াবেন? রাজ্যে রাজ্যে বাংলার লোকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে’
12:46 PM (IST)  •  02 Mar 2020

• মমতা আরও বললেন ----------
• ট্রাম্প বিবেকানন্দর নাম ভুল উচ্চারণ করায় দেশের অসম্মান।
• দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে।
• প্রতিবাদ করতে আমরা ভুলে গিয়েছি।
• মানুষে মানুষে ভাগ করতে দেবেন না।
12:40 PM (IST)  •  02 Mar 2020

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,
12:44 PM (IST)  •  02 Mar 2020

• আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতায় কর্মসূচি পালন করব
• মানুষকে এ সবের মাধ্যমে বোঝাব
• আপনারা রাস্তায় নামলে বিজেপি গুটিয়ে যায়
• যারা গোলি মারো বলেছেন, তাঁদের ভাষাটা অন্যায়-দানবিক। এই বেআইনি কথা যাঁরা বলেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
• কারা গদ্দার তা মানুষ ঠিক করবেন, আপনারা কে?
• পরিকল্পিত গণহত্যাকে পরে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে।
• বিজেপি এর পরেও ক্ষমা চায়নি
• তারপরেও বিজেপি বলছে, বাংলা দখলে নিতে হবে। উত্তরপ্রদেশে কোনও বিচার নেই। ওখানে মেয়েদের কথা বলতে দেওয়া হয় না।
• উস্কানি যাঁরা দিয়েছেন তাঁদের কেন গ্রেফতার করা হয়নি?
• তৃণমূলে লবি হয় না, দল কাউকে ছেড়ে কথআ বলবে না। ভাল কাজ করলে তার টিকিট পাওয়া নিশ্চিত।
• পুরনো ও নতুনদের মিলেমিশে কাজ করতে হবে। কর্মীরা দলে বড় সম্পদ, নেতারা নন, এটা বুঝতে হবে। এনজিও-র নাম করে বাইরের লোক এলাকায় ঢুকছে। সবাই মিলে যতটা সম্ভব নজর রাখুন। দেশের সম্মান তলিয়ে দিয়েছে এই সরকার। জাতের নামে জাঁতাকল তৈরি করে আগুন লাগানো হচ্ছে।
12:27 PM (IST)  •  02 Mar 2020

বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
12:26 PM (IST)  •  02 Mar 2020

ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত, ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। ৭৫ হাজারের বেশি তৃণমূল কর্মী ১৫ হাজার জনবসতিতে পৌঁছবেন। একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রায় আড়াই কোটি মানুষের সঙ্গে নতুন করে জন সংযোগ গড়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য।
Sponsored Links by Taboola