ভোটের হার ও ব্যবধান বাড়িয়ে রাজ্য উপনির্বাচনে তৃণমূল ঝড়
ABP Ananda, web desk | 22 Nov 2016 08:55 PM (IST)
কলকাতা: বিধানসভার পর উপনির্বাচনেও সবুজ ঝড়! সাইক্লোনের সামনে রাজ্যের দু’টি লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা কেন্দ্রে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা! তৃণমূল শুধু জয়ীই হয়নি, জয়ের ব্যবধান চমকে দিয়েছে সকলকে! আগের তুলনায় বহুগুণ বেড়েছে ভোট। তমলুক লোকসভা কেন্দ্রে,২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৪৮১। এবার তা প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ৯৭ হাজার ৫২৫ ভোট! ২০১৬-র বিধানসভা ভোটের ফলের নিরিখে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল ৪৯.২৬% ভোট পেয়েছিল। এবারের উপ-নির্বাচনে তা প্রায় ১০ শতাংশ বেড়ে হয়েছে ৫৯.৭৬% ভোট। কোচবিহার লোকসভা কেন্দ্রেও তৃণমূলের জয়ের ব্যবধান বহু বেড়েছে। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ৮৭ হাজার ১০৭। উপনির্বাচনে তা প্রায় চার গুণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৩৬৩। মাত্র ৬ মাস আগে ২০১৬-র বিধানসভা ভোটের ফলের নিরিখে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৪৫.৪৮% শতাংশ ভোট। এবার এক লাফে দশ শতাংশেরও বেশি বেড়ে তা হয়েছে, ৫৯.৪৫%। ব্যবধান বাড়ানোর প্রশ্নে তৃণমূলের বাকি দুই জেলার নেতৃত্বকে টেক্কা দিয়েছে বর্ধমান! ছ’মাস আগের বিধানসভা নির্বাচনে মন্তেশ্বরে তৃণমূল জিতেছিল মাত্র ৭০৬ ভোটে। সেখানে উপনির্বাচনে তাদের জয়ের ব্যবধান এক ধাক্কায় হয়ে গিয়েছে ১ লক্ষ ২৭ হাজার ১২৭। এবার মন্তেশ্বরে ৭৭.০৬% ভোট পেয়েছেন তৃণমূলপ্রার্থী। গত বিধানসভা নির্বাচনে যা ছিল ৪৪.৬৮%। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, ৩ কেন্দ্রের উপনির্বাচনের এই ফলাফলই প্রমাণ করে, সরকারের দ্বিতীয় ইনিংসের ৬ মাস পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বাড়ছে মানুষের।