আগরতলা: রাজ্যে আধা সামরিক বাহিনীর জন্য ১ হাজার ৪৮৮টি পদ অনুমোদন করল ত্রিপুরা সরকার। এর মধ্যে নেওয়া হবে ৪ হাজার ৭৫২ জন মহিলাকে। পদগুলির জন্য আবেদন করেছিলেন মোট ৩৫ হাজার ৬৪২ জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল দশম শ্রেণি। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তফশিলি জাতি এবং উপজাতির জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কম করে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং বয়স ১৮ থেকে ২৮ বছর।
উল্লেখ্য, এই প্রথম রাজ্যে আধা-সামরিক বাহিনীতে মহিলাদের নিয়োগ করতে চলেছে ত্রিপুরা। রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পদগুলির মধ্যে ৭৫ শতাংশ নেওয়া হবে নিজেদের রাজ্য থেকে, আর বাকি ২৫ শতাংশ রাখা হচ্ছে ভিন রাজ্যের জন্য।
এই নিয়ম মেনেই মহিলাদের জন্য রাখা পদগুলির ৪ হাজার ৩১০ জন রাজ্যের এবং ৪৪২ জন ভিন রাজ্যের থেকে নেওয়া হবে।
আবেদনকারীদের ৩০ নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। উত্তীর্ণ হলে বসতে হবে ৬০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য। ইন্টারভিউয়ে রয়েছএ ১০ নম্বর।
রতনলাল নাথ জানিয়েছেন, এই প্রথমবার বাংলা, ইংরাজি ও হিন্দি ভাষার পাশাপাশি ত্রিপুরার নিজস্ব ভাষা ককবরোক-এ পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষাটি পরিচালনা করবে সিবিএসই।
৩৫ হাজার ৬৪২ জন আবেদনকারীর মধ্যে ২০ হাজার ৩৭৭ জন ত্রিপুরার এবং ১৫ হাজার ২৬৫ জন অন্য রাজ্যের। রাজ্যের আবেদনকারীদের মধ্যে ১৬ হাজার ৬২ জন পুরুষ এবং ৪ হাজার ৩১০ জন মহিলা।
প্রথমবার রাজ্যে আধাসামরিক বাহিনীতে মহিলা নিয়োগ করছে ত্রিপুরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2020 05:01 PM (IST)
রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পদগুলির মধ্যে ৭৫ শতাংশ নেওয়া হবে নিজেদের রাজ্য থেকে, আর বাকি ২৫ শতাংশ রাখা হচ্ছে ভিন রাজ্যের জন্য।
প্রতীকী ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -