শনিবার ট্রাম্প বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে তিনি আমেরিকার জন্য হাইড্রক্লিক্লোরোকুইন চান। ভারত বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। দিল্লি অবশ্য ম্যালেরিয়ার ওষুধের বিদেশে রফতানি ২৫ মার্চই নিষিদ্ধ করেছে। তবে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড জানিয়ে দেয়, চাহিদাভিত্তিক বিচার করে মানবতার কারণে কিছু ওষুধ রফতানি করা যেতে পারে। পাঠাতে হবে ম্যালেরিয়ার ওষুধ, না হলে ব্যবস্থা, দিল্লিকে হুঁশিয়ারি ট্রাম্পের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2020 10:07 AM (IST)
শনিবার ট্রাম্প বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে তিনি আমেরিকার জন্য হাইড্রক্লিক্লোরোকুইন চান। ভারত বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে।
নয়াদিল্লি: বিজ্ঞানীরা এখনও কিছু না জানালেও ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস, ম্যালেরিয়ার ওষুধেই করোনা সারবে। তাই তিনি এবার ভারতকে হুমকি দিয়েছেন, যথেষ্ট পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ব্যবস্থা নেওয়া হবে। যদিও দিল্লি এখনও এ ব্যাপারে কিছু বলেনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রবিবার সকালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি, বলেছি, যদি আপনি হাইড্রক্সিক্লোরোকুইন পাঠান, আমরা খুশি হব। যদি উনি না পাঠান, তবে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, প্রত্যাঘাত তো হবেই, কেন হবে না?