এ যেন উলটপুরাণ। চিনে , জিনপিং, পুতিন, মোদিকে একসঙ্গে দেখার পরই হোয়াইট হাউসে বসে সুর নরম করেছিলেন ট্রাম্প। রাশিয়ার থেকে ভারতের তেল কেনা পছন্দ নয়, এ-কথা জানানোর পরও বলেছিলেন, মোদি একজন মহান নেতা, রাজনীতিক এবং তাঁর ভাল বন্ধুও। এবার আরও এক ধাপ এগিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যাল-এ দাবি করেছেন ,বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তাঁর দেশ। তিনি লেখেন, "আনন্দের  সঙ্গে ঘোষণা করছি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চলছে।  আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি আমার খুব ভালো বন্ধু, প্রধানমন্ত্রী মোদির  সঙ্গেকথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত,  আমাদের দুই মহান দেশের ই সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনও অসুবিধা হবে না!" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ফের খুব ভাল বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ লিখেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা আলোচনা করতে চান খুব শিগগিরিই। 

 ট্রাম্পের এই বার্তার পর সোশ্যাল মিডিয়ায় উত্তর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদিও।  তিনিও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য আগ্রহী বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, 'ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি নিশ্চিত,  আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে। ' মোদি আরও লেখেন, 'আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের উভয় দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল, আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করব।' 

গত মাসের শেষের দিক থেকে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। অগাস্টের শেষাশেষি আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারতের ওপর। ওই সিদ্ধান্তের পর ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্যমহলের একাংশেও চাপা টেনশন। সিঁদুরে মেঘ দেখছেন বহু ব্যবসায়ী ও ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলি। এরই মধ্যে গত সপ্তাহে চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। এর পরই গত ৬ সেপ্টেম্বর তাৎপর্যপূর্ণ পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, ‘মনে হচ্ছে, অন্ধকারতম, গভীরতম চিনের ভেতরে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।' পরে অবশ্য হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তিনি কিছুটা রাশ টেনে বলেন, 'ভারত রাশিয়া থেকে এত তেল কেনায় আমি হতাশ। আমি তাদেরকে এটা জানিয়েছি। ভারতের ওপরে আমরা ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছি। বিপুল পরিমাণ শুল্ক। মোদির সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক আছে। তিনি কয়েকমাস আগে এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনেও গেছিলাম।' সেই বার্তার পর সৌজন্য-বার্তা দেন মোদিও। এর দিন চারেকের মধ্যেই একেবারে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। সরাসরি বাণিজ্য নিয়ে ভাবনা -চিন্তার কথা জানালেন। এর মাধ্যমে আগামী দিনে ফের ট্রাম্প আরোপিত শুল্ক বোঝা কমার আশায় বুক বাঁধছে বাণিজ্যমহল।