নয়াদিল্লি : তুরস্কে প্রবল ভূমিকম্প ( powerful earthquake )। তুরস্কজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭ দশমিক ৮ ( 7.8 on the Richter scale)। । ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। এখনও পর্যন্ত ৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা। 

সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের ( Turkey  )  গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর ( Nurdagi city in the Gaziantep province )। একবার নয়, একটি ভূকম্পের পর আবার। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার ( Syria ) একাংশেও বহু বাড়ি ভেঙে পড়েছে।   এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ৪৪০ জন আহত হয়েছে। 


বিভিন্ন সংবাদ সংস্থা ট্যুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করেছে। অনেকেই বহু মৃত্যুর আশঙ্কা করছে। 


 






বিএনও নিউজ জানিয়েছে, ভূমিকম্পে একাধিক বাড়ি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপে বহু লোকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।






তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ( Turkish President Recep Tayyip Erdogan ) বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় "তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে"। তিনি টুইটারে লিখেছেন, "আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব এবং কম ক্ষতির মুখোমুখি হব"। মন্ত্রী (Interior Minister ) সুলেমান সোয়লু ( Suleyman Soylu ) এখনই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতেগুলিতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। অ্যাসোসিয়েটেড প্রেস AP জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের একটি প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানী গাজিয়ানটেপ থেকে প্রায় 33 কিলোমিটার দূরে।  


তুরস্কে লেভেল 4 এলার্ম


তুরস্ক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য একটি "লেভেল 4 অ্যালার্ম" ঘোষণা করেছে।   অর্থাৎ সে-দেশের তরফ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েথে। ইতিমধ্যেই উদ্ধারকারী দলগুলি জোরকদমে কাজ শুরু করেছে।      


গভর্নর হুলুসি সাহিন বলেছেন, তুরস্কের মালতয়া প্রদেশে অন্তত ১৩০টি বাড়ি ধসে পড়েছে।  তুরস্কের দিয়ারবাকির শহরে অন্তত ১৫টি বড় বাড়ি ধসে পড়েছে। ভেঙে পড়েছে ১১ তলা বাড়িও। বাড়ছে মৃতের সংখ্যা।