কলকাতা: করোনা থেকে সেরে ওঠা এক রোগীর শরীরে একজোড়া অ্যান্টিবডি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই জোড়া অ্যান্টিবডি করোনা রোগীকে সেরে উঠতে সাহায্য করতে পারে, শরীরে অ্যান্টিভাইরাল তৈরি করতে সাহায্য করতে পারে, কাজে আসতে পারে টিকা তৈরিতেও।

বিজ্ঞানীরা বলছেন, সার্স-কোভিড-২ জীবাণুর গ্লাইকোপ্রোটিন স্পাইকে আবদ্ধ এই দুই অ্যান্টিবডি করোনা জীবাণুকে মানব শরীরে সক্রিয় হয়ে উঠতে বাধা দিচ্ছে। প্রাথমিকভাবে এদের নাম রাখা হয়েছে বি৩৮ এবং এইচ৪। সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের আবিষ্কৃত তথ্য, তাঁরা বলেছেন, এই জোড়া অ্যান্টিবডি চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার হতে পারে।  চিনের ক্যাপিটাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ান ইউ ও সহকর্মীরা বলছেন, করোনা জীবাণুর যে স্পাইক বা খোঁচা হয়ে থাকা অংশ রয়েছে, তার আলাদা আলাদা এপিটোপে অ্যান্টিবডিদুটি আলাদা আলাদাভাবে লেগে থাকতে পারে। আর এভাবে লেগে থাকার ফলে এরা এক সঙ্গে করোনা জীবাণু ছড়িয়ে পড়া যেভাবে প্রতিরোধ করে তা একা থাকলে পেরে উঠত না।  বি৩৮ অ্যান্টিবডিতে যে স্পাইক যুক্ত রয়েছে তার আরবিডির গঠন পরীক্ষা করে তাঁরা বলছেন, এসিই২ দ্বারা যুক্ত অ্যামিনো অ্যাসিডের সাবসেটে এই অ্যান্টিবডি যুক্ত।

এই কারণে বি৩৮ অ্যান্টিবডি করোনা জীবাণুকে দুর্বল করতে সক্ষম হচ্ছে বলে তাঁরা মনে করছেন। দুই অ্যান্টিবডির ককটেল করোনা রোগীদের চিকিৎসায় ফলপ্রসূ হবে বলে তাঁদের ধারণা।