Twin Tower News Live Updates: নয়ডার টুইন টাওয়ার ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন

Get The Latest News Live Updates On Noida Twin Tower Demolition: 'অপারেশন ডিনামাইট'-এর মোক্ষম সময় মেরেকেটে কয়েক সেকেন্ড। কিন্তু সেই অভিযান ঘিরে রবিবার সকাল থেকে তুঙ্গে তৎপরতা নয়ডায়।

abp ananda Last Updated: 28 Aug 2022 04:10 PM

প্রেক্ষাপট

নয়ডা:'অপারেশন ডিনামাইট'-এর (operation dynamite) মোক্ষম সময় মেরেকেটে কয়েক সেকেন্ড। তার মধ্য়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কথা নয়ডার জোড়া মিনারের (twin tower)। কিন্তু সেই অভিযান ঘিরে রবিবার সকাল থেকে তুঙ্গে নানা তৎপরতা।...More

Twin Tower News Live: নয়ডার টুইন টাওয়ার ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন

ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন। দক্ষিণ আফ্রিকার তিন মাইনিং ইঞ্জিনিয়ার জো ব্রিঙ্কম্যান, মার্টিন্স, কেভিন স্মিথ, সাইট ইনচার্জ ময়ূর মেহতা, ব্লাস্টার চেতন দত্ত ও একজন পুলিশ অফিসার।