Twin Tower News Live Updates: নয়ডার টুইন টাওয়ার ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন
Get The Latest News Live Updates On Noida Twin Tower Demolition: 'অপারেশন ডিনামাইট'-এর মোক্ষম সময় মেরেকেটে কয়েক সেকেন্ড। কিন্তু সেই অভিযান ঘিরে রবিবার সকাল থেকে তুঙ্গে তৎপরতা নয়ডায়।
ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন। দক্ষিণ আফ্রিকার তিন মাইনিং ইঞ্জিনিয়ার জো ব্রিঙ্কম্যান, মার্টিন্স, কেভিন স্মিথ, সাইট ইনচার্জ ময়ূর মেহতা, ব্লাস্টার চেতন দত্ত ও একজন পুলিশ অফিসার।
দুপুর আড়াইটেয় ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয় UNESCO-র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত। যার নাম দেওয়া হয় অপারেশন ডিনামাইট।
ঝর্নার মতো বিস্ফোরণের কৌশলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সুপারটেকের টুইন টাওয়ার।
জোড়া ইমারতের ধ্বংসস্তূপ পুরোপুরি সরাতে অন্তত মাসতিনেক সময় লাগবে, বলছেন অভিযানের সঙ্গে জড়িতদের অনেকে।
দরজা-জানলা আপাতত কিছুক্ষণ বন্ধ রাখতে বলা হয়েছে এলাকাবাসীকে।
ধূলিসাৎ সুপারটেকের টুইন টাওয়ার। ধ্বংসস্তূপ থেকে তৈরি হওয়া ধোঁয়ার চাদর পুরোপুরি সরতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে, ধারণা বিশেষজ্ঞদের। তবে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে ১০ মিনিটের মধ্যে।
ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে আশপাশের বহুতল থেকে জলের ফোয়ারা দমকলের।
ভেঙে পড়ল সুপারটেকের টুইন টাওয়ার, ঘন ধোঁয়ায় ঢাকল আশপাশ।
মেরেকেটে আর এক মিনিটের মধ্যেই ভেঙে পড়বে জোড়া ইমারত।
জোড়া ইমারত ধূলিসাৎ করার জন্য ঠিক সওয়া ২টো নাগাদ বন্ধ করে দেওয়া হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। অভিযান শেষ হওয়ার পর সব স্বাভাবিক হলে ফের চালু হবে এক্সপ্রেসওয়ে।
'সব তৈরি, আমরা এ বার কাউন্টডাউনের দিকে এগোচ্ছি', বললেন নয়ডার পুলিশ কমিশনার অলোক কুমার।
নকশা থেকে কোনও রকম বিচ্যুতি হয়নি, দাবি সুপারটেক কর্তৃপক্ষের। তবে সুপ্রিম কোর্টের কাছে নির্মাণটি গ্রহণযোগ্য নয়, তাই গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত। সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানালেন সুপারটেক কর্তৃপক্ষ।
সুপারটেকের জোড়া ইমারত নিশ্চিহ্ন হওয়ার আগে জোর তৎপরতা নয়ডায়। কমান্ড সেন্টার চালু করল নয়ডা পুলিশ।
প্রেক্ষাপট
নয়ডা:'অপারেশন ডিনামাইট'-এর (operation dynamite) মোক্ষম সময় মেরেকেটে কয়েক সেকেন্ড। তার মধ্য়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কথা নয়ডার জোড়া মিনারের (twin tower)। কিন্তু সেই অভিযান ঘিরে রবিবার সকাল থেকে তুঙ্গে নানা তৎপরতা। গাড়ি চলাচলের রুট (traffic route) বদলানো থেকে বিমানের (flight path) নির্ধারিত পথ, সবটাই বদলে রবিবাসরীয় সকালে।
শেষ মুহূর্তের প্রস্তুতি...
জায়গায় জায়গায় ব্যারিকেড, গার্ডরেল। নয়ডার সেক্টর ৯৩এ-তে যেতে হলে, গুগল আপনাকে ঘুরপথের কোনও বিকল্প রুট দেখিয়ে দেবে। তবে সেও আর কিছুক্ষণ। কারণ, প্রশাসন সূত্রে খবর, দুপুর দুটো থেকে সেই যাতায়াতটুকুও বন্ধ করে দেওয়া হবে। যে যেখানে থাকবে, তাকে সেখানেই দাঁড়িয়েই যেতে হবে। লাগোয়া এক্সপ্রেসওয়েও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সুপারটেক টুইন টাওয়ারের আশপাশে যে কটি আবাসন রয়েছে, সেগুলিও খালি করে দেওয়া হচ্ছে। সকাল সাতটার মধ্যে আশপাশের এলাকা খালি করে দেওয়ার কথা। বিস্ফোরণের চাপে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই আগাম সাবধানতা। পাশাপাশি একটি 'ডিক্লারেশন ফর্ম'-এও সই করতে হয়েছে স্থানীয়দের। তাতে লেখা,বাসিন্দাদের প্রত্যেকে বাড়ির সমস্ত বৈদ্য়ুতিন সংযোগ বন্ধ করে দিয়েছেন। গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে আরও কিছু নিয়মবিধি মানার স্বীকারোক্তি। এই গোটা পর্ব শেষ হলে নিরাপত্তারক্ষীদের সব কটি ফ্ল্যাট ঘুরে দেখতে হবে কেউ কোথাও রয়ে গেলেন কিনা। দুপুর ১২টার মধ্যে তাঁদের এই পর্ব শেষ করতে হবে। তার পর তাঁরাও বেরিয়ে আসবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -