এর আগে রীতিমত গণক্ষোভের মুখোমুখি হয় টুইটার। অসংখ্য মানুষ অভিযোগ করেন টুইটার ব্যবহার করতে পারছেন না বলে। যখনই তাঁরা কোনও মেসেজ পোস্ট করতে যাচ্ছিলেন, দেখাচ্ছিল, উপস, সামথিং ওয়েন্ট রং! নোটিফিকেশন ও মেনশনস ফিডও পাওয়া যাচ্ছিল না। ইন্টারনাল সিস্টেমে সমস্যা, বিশ্বজুড়ে ডাউন টুইটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 08:31 AM (IST)
এর আগে রীতিমত গণক্ষোভের মুখোমুখি হয় টুইটার। অসংখ্য মানুষ অভিযোগ করেন টুইটার ব্যবহার করতে পারছেন না বলে।
নয়াদিল্লি: আজ ভোর থেকে অকেজো হয়ে যায় জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ইউসাররা আপডেট দেখতে পাননি বেশ কিছুক্ষণ। তবে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। টুইটার সাপোর্ট টিম জানায়, আপনার মত বহু মানুষই টুইটার ব্যবহার করতে পারছেন না। আমরা এটা ঠিক করার চেষ্টা করছি। তবে তারা জানায়, ইন্টারনাল সিস্টেমে কিছু সমস্যা হয়েছে, সিস্টেম হ্যাক হওয়ার কোনও প্রমাণ নেই।