শিলিগুড়ি: নিকাশি ব্যবস্থার উন্নতি ও পানীয় জলের সমস্যা মেটাতে শিলিগুড়ির পুর প্রশাসকের দ্বারস্থ হলেন, দুই বিজেপি বিধায়ক। সবার সঙ্গে কথা বলেই কাজ করছেন। জানিয়েছেন শিলিগুড়ির পুর প্রশাসক।
উত্তরবঙ্গে এসে গেছে বর্ষা। অপেক্ষায় দক্ষিণ। এরই মধ্যে রাজনৈতিক আকচা-আকচি ও তরজা ভুলে শিলিগুড়ির পুর প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দুই বিজেপি বিধায়ক।
শিলিগুড়ি পুরসভার ৩৩টি ওয়ার্ড পড়ে শিলিগুড়ি বিধানসভার আওতায়। আর বাকি ১৪টি ওয়ার্ড পড়ে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার মধ্যে। এদিন, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পুর প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করেন। নিকাশি ব্যবস্থার পাশাপাশি, পানীয় জল সরবরাহ নিয়ে শিলিগুড়ির পুর-প্রশাসকের সঙ্গে কথা বলেন দুই বিজেপি বিধায়ক।
শিলিগুড়ি বিজেপি নেতা তথা বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, আমাদের কোনও প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না। তবুও, এলাকার উন্নয়নের জন্য কথা বলতে এসেছি। অন্যদিকে শিলিগুড়ি পুরসভা প্রশাসক, গৌতম দেব জানান, 'ওনারা এসেছেন, কথা হয়েছে। বিধায়কদের ডাকার অধিকার আমারনেই। আমি সবার সঙ্গে কথা বলেই কাজ করছি। ওঁদের সঙ্গেও কথা বলছি। ওরা পরামর্শ দিয়েছেন। সবার পরামর্শ নিয়েই কাজ করব।'
ল্যান্ড স্লাইড ভিকট্রি পেলেও, বিধানসভা ভোটে শিলিগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে পরাজিত হয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে জিতেছে বিজেপির শিখা চট্টোপাধ্যায়।
মাস খানেক আগে, শিলিগুড়ির পুর প্রশাসক পদে সিপিএমের অশোক ভট্টাচার্যকে সরিয়ে, গৌতম দেবকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। এবার এলাকার উন্নয়নে তাঁর দ্বারস্থ হলেন বিজেপির দুই বিধায়ক।