নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল ভারতীয় বায়ুসেনা। উভয় পক্ষে চলছে ভারী গোলাবর্ষণ, খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, উরিতে পাকিস্তানের সেনাবাহিনী গোলা-বারুদ বর্ষণ করেছে। সাধারণ নাগরিকদের নিশানা করা হয়েছে। একটি হোটেলের বাইরে পরে থাকতে দেখা গিয়েছে, পাক শেল।
পহেলগাঁও হামলার পর থেকেই বারবার অশান্ত হয়েছে নিয়ন্ত্রণ রেখা। টানা ১৪ দিন ধরে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনা। পুঞ্চ সেক্টরে শহিদ হয়েছেন ল্যান্স নায়েক দীনেশ কুমার। ১৬ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রয়েছেন মহিলা এবং শিশুও। এলওসি বরাবর বিভিন্ন সেক্টরে পাক হানায় আহত হয়েছেন ৫০-এর বেশি সাধারণ নাগরিক।