শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বারামুলায় অভিনব উপায়ে দুই আল বদর সন্ত্রাসবাদীকে ধরা  দিতে বাধ্য করল নিরাপত্তাবাহিনী। আবিদ ও মেহরাজ নামে দুই জঙ্গির পরিবারের সদস্যদের সংঘর্ষস্থলে ডাকিয়ে এনে তাঁদের দিয়ে আত্মসমর্পণ করাল পুলিশ। কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানান,  বারামুলার সোপোরের তুজ্জর এলাকায় নতুন রিক্রুট হওয়া দুই জঙ্গির গা ঢাকা দেওয়ার খবর পেয়ে জম্মু কাশ্মীর পুলিশ ও  ভারতীয় সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে।  তাদের বাড়ির লোকজনকে খবর পাঠিয়ে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। তাঁরা ওদের ধরা দিতে বলে বোঝান। এতে কাজ হয়। দুজনেই নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ  করে।

গত ১৩ অক্টোবরও এমন একটি ঘটনা ঘটেছিল। দুটি একে ৪৭ নিয়ে পালিয়ে যায় এক এসপিও। চাদুরার জাহাঙ্গির আহমেদ নামে ওই ব্যক্তির পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ১৬ অক্টোবর সকালে যৌথ অভিযানে জাহাঙ্গির ফাঁদে  পড়ে যায়। তাকে ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। প্রটোকল অনুসারে জাহাঙ্গিরের বাবাকে সেখানে ডেকে এনে তাঁকে দিয়ে বুঝিয়ে আত্মসমর্পণে রাজি করানো হয় তাকে। ভারতীয় সেনাবাহিনী নিয়মিত সন্ত্রাসবাদীদের দলে নাম লেখানো যুবকদের সঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রয়াসে তাদের বাবা-মা, পরিবারের সদস্যদের ভিডিও বার্তা সহ নাগরিক সমাজের ক্রমবর্ধমান সহায়তায় ফল মিলছে।