কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে জনগণের মন পেতে এবার বড় ঘোষণা কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে (Ujjwala Yojana) রান্নার গ্যাসে (Gas Cylinder) এবার নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এদিন জানান হয়েছে, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর। আগামী অর্থবর্ষেও উজ্জ্বলা প্রকল্পে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে, এমনটাই জানান হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে পীযূষ গোয়েল জানান, ১৪.২ কেজি সিলিন্ডারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছিলেন, তারা আগামী বছর পর্যন্ত এই সুবিধা পাবেন।
এর আগে ভর্তুকি উজ্জ্বলার গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্র। সিলিন্ডার পিছু ভর্তুকি আরও ১০০ টাকা করে বৃদ্ধি করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেছিল অনুরাগ ঠাকুরের। লোকসভা ভোটের আগে উজ্জ্বলা প্রকল্পে ফের দাম কমায় এবং বর্তমানে সেই দামই আগামী এক বছর জারি রাখল কেন্দ্র।
প্রসঙ্গত, ২৯ অগাস্ট উজ্জ্বলা প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। ৪ অক্টোবর উজ্জ্বলার সিলিন্ডার পিছু আরও ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র।
লোকসভা নির্বাচনের আগে এটি বড় সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কারা এর সুবিধা পাবেন?
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।
কী এই উজ্জ্বলা যোজনা ?
উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে