নয়াদিল্লি: নিজের হিন্দু-পরিচয়ের কথা আগেও শোনা গিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। এবার, ব্রিটেনে ভোটের (UK Elections )আগে, ফের সে কথা মনে করালেন ঋষি সুনাক (Rishi Sunak Visits Hindu Temple)। মন্দির-দর্শনের ফাঁকে বললেন, 'আমি এক জন হিন্দু। এবং আপনাদের সকলের মতোই, আমার বিশ্বাসই আমাকে অনুপ্রেরণা এবং স্বস্তি জোগায়।' যে জায়গায় দাঁড়িয়ে ভারতীয়-বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন, সেটি লন্ডনের  BAPS Shri Swaminarayan Mandir। স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়েই সেখানে গিয়েছিলেন ইনফোসিস-কর্তার জামাই।


বিশদ...
'গর্বিত হিন্দু' হিসেবে অতীতেও নিজের পরিচয় দিয়েছেন সুনাক। এবার বললেন, 'আমাদের বিশ্বাস শেখায়, পরিণামের কথা না ভেবে নিজের কাজটুকু মন দিয়ে করে যেতে হবে। আমার মা-বাবাও আমাকে সেই শিক্ষাতেই বড় কর তুলেছেন। সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবন কাটানোর চেষ্টা করি। আর আমাদের মেয়েদের মধ্যেও সেই শিক্ষাই ছড়িয়ে দিতে চাই। জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই ধর্মের কথা মনে রাখি।' আগামী সপ্তাহে নির্বাচন হতে চলেছে ব্রিটেনে। নির্ধারিত সময়ের আগেই এই ভোটে সম্ভবত ১৪ বছর পর ক্ষমতা হারাতে পারে কনজারভেটিভ পার্টি, এমনই ইঙ্গিত নানা সমীক্ষায়। আরও নির্দিষ্ট করে বললে, কের স্টারমারের লেবার পার্টির তুলনায় সুনাকের কনজারভেটিভ পার্টি এখনও ২০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। সমীক্ষায় এমনও ইঙ্গিত যে স্বয়ং সুনাক নিজের আসনে হারতে পারেন। শুধু তাই নয়। এই হার কনজারভেটিভ পার্টির জন্য় ঐতিহাসিক হার হতে পারে, রেকর্ড গড়তে পারে লেবার পার্টি। এই অনিশ্চয়তার মধ্যে সুনাকের মন্দির-দর্শন, নিজের হিন্দু পরিচয় তুলে ধরা এবং হিন্দু বিশ্বাসের উপর জোর দেওয়ার মধ্য়ে রাজনৈতিক তাৎপর্যও রয়েছে বলে মনে করছে ব্রিটেনের রাজনৈতিক মহল।


আর যা...
তবে শুধুই যে হিন্দুত্ব নিয়ে সুনাক গুরুগম্ভীর কথাবার্তা বলেছেন, তা নয়। সমবেত জনগণের সঙ্গে হালকাচ্ছলে রসিকতাও করেন তিনি। বলেন, 'আমার মা-বাবা যদি এখানে থাকতেন আর আপনারা যদি ওঁদের জিজ্ঞাসা করতেন হয়তো ওঁরা চাইতেন যেন আমি ডাক্তার বা আইনজীবী বা নিদেনপক্ষে একজন অ্যাকাউন্ট্যান্ট হই।' টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত যে ভাবে জিতেছে, সেই নিয়েও মজা করতে শোনা যায় তাঁকে। প্রশ্ন করেন, 'সকলে ক্রিকেট নিয়ে খুশি তো?' হাজির জনতা সমস্বরে হাততালি দিয়ে ওঠে। কিন্তু এখন প্রশ্ন একটাই। এই হাততালির কতটা ভোটবাক্সে অনুরণন তৈরি করবে? 


আরও পড়ুন:প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে