মা কালীর একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের রোষানলে পড়েছিল ইউক্রেন। অভিযোগ ছিল অবমাননাকর ও বিকৃত ছবি পোস্ট করে ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছে ইউক্রেন। চরম বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিল সে দেশের প্রতিরক্ষা মন্ত্রালয়।
রবিবার ইউক্রেনের মন্ত্রালয় থেকে একটি ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরশুরু হয় তুমুল বিতর্ক । ছবিটি ছিল দেবী কালীর (Goddess Kali) । ছবিটি নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উত্তপ্ত পরিস্থিতিতে পড়ে আবশেষ পিছু হঠল জেলেনোস্কির দেশ। এই পোস্টের জন্য ক্ষমা চেয়ে টুইট করা হয়েছে সে-দেশের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী এমিন ঝেপারের ( Emine Dzheppar ) তরফে। টুইটে ক্ষমা চাওয়া হয়েছে।
ট্যুইটে লেখা হয়, ' আমরা দুঃখ প্রকাশ করছি। @DefenceU হিন্দু দেবী কালীকে বিকৃতভাবে চিত্রিত করা হয়েছিল। ইউক্রেন এবং দেশের জনগণ অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের প্রশংসা করে। চিত্রটি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে। '
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক হিন্দু ধর্মের পূজিতা মা কালীর প্রতিকৃতিকে বিকৃত ভাবে তুলে ধরে। মা কালীর ছবিটির সঙ্গে ভারতে পূজিতা দেবীর অমিল ছিল লক্ষণীয়। অনেকেরই অভিযোগ ছিল ছবিটি আশালীন। ছবিটি দেখে ভারতীয়রা যারপরনাই ক্ষুব্ধ হয়েছিল।
ইউক্রেনের শেয়ার করা একটি টুইটে কালীর যে ছবিটি দেখা যায়, তাতে শিল্পের কোনও চিহ্ন ছিল না বলে বহু নেটিজেনের দাবি। টুইটার হ্যান্ডেল @DefenceU এই ছবিটিকে "ওয়ার্ক অফ আর্ট" ক্যাপশন সহ পোস্ট করে। এতেই ভারতীয় ট্যুইটার ব্যবহারকারীরা ক্ষুব্ধ হন।
ভারতীয়রা ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটটি মুছে দেয়। ছবিটি ৩০ এপ্রিল পোস্ট করা হয়েছিল। অনেকেই ইউক্রেন সরকারের সমালোচনা করে বলেন , যুদ্ধের সময় ভারতের সাহায্য চাওয়ার পর ইউক্রেন এই তুচ্ছ কীভাবে করল।
প্রতিরক্ষা মন্ত্রী এমিন ঝেপারের ভারত সফরের কয়েকদিন পর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই টুইটটি করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত নানা ভাবে সাহায্য করে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে।