নয়া দিল্লি: হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনেস্কির বৈঠকে তুমুল বাগ্‍‍বিতণ্ডা। আমেরিকার মানুষকে অসম্মান করেছেন উনি, দাবি মার্কিন প্রেসিডেন্টের। যা করেছি তাতে দুঃখিত নই, জবাব জেলেনস্কির। ‘অনড়’ জেলেনস্কিকে ‘হুঁশিয়ারি’ দিয়েও আশায় ট্রাম্প। এরই মধ্যে জেলেনস্কি সোমবার বলেছেন যে "তিনি অবশ্যই আমেরিকার গুরুত্ব বোঝেন"। সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি আরও বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত সমস্ত সমর্থনের জন্য ইউক্রেন "কৃতজ্ঞ"।

যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে হোয়াইট হাউসে যেন হয়ে গেল এক নতুন যুদ্ধ। শুক্রবার রাতে সংবাদমাধ্যমের সামনে দুই রাষ্ট্রপ্রধানের নজিরবিহীন বাগ্‍‍বিতণ্ডার সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। বছরের পর বছর ধরে দেওয়া মার্কিন সহায়তার জন্য, বৈঠকের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আরও কৃতজ্ঞতা প্রকাশের জন্য চাপ দেন জেলেনস্কির ওপর।

যুদ্ধ সংক্রান্ত আলোচনা এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। বৈঠকের শুরুটা ঠিকঠাক হলেও তাল কাটে কিছুক্ষণ পরই। বৈঠক ভেস্তে যাওয়ার পর বাতিল হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠক। এর পরেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেলেনেস্কি।

এদিকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল, তাতেও সই করেননি ট্রাম্প ও জেলেনস্কি।

অন্যদিকে, ওভাল অফিসের ঘটনায় এই মুহূর্তে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক রাজনীতি। আর সেখানে উপস্থিত না থেকেও আলোচনার কেন্দ্রে উঠে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিক ভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি না পড়লেও, এই বেনজির পরিস্থিতিতে পুতিনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া যায় বলে মত আন্তর্জাতিক মহলের।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে