ওয়াশিংটন ডিসি: সোমবার লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। তারপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে চলছে সিএবির বিরুদ্ধে প্রতিবাদ। ভারতের এই পদক্ষেপকে আরএসএসের হিন্দু রাষ্ট্রের নকশার বর্ধিত অংশ বলে সমালোচনা করেছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। অমিত শাহের বিরুদ্ধে সুর চড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা রক্ষা বিষয়ক কমিটি ইউএসসিআইআরএফ। কিন্তু এই নিয়ে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকল রাষ্ট্রপুঞ্জ।   সরকার যাতে কোনও বৈষম্য মূলক আইন না আনে, তা দেখার দায়িত্ব পর্যবেক্ষকের, মন্তব্য ইউএন-এর।
রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, আইন, আইনি প্রক্রিয়াতেই তৈরি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত অভ্যন্তরীণ প্রক্রিয়া চলছে, ততক্ষণ তারা কোনও মন্তব্য করবে না। যদিও সরকার অবৈষম্যমূলক আইন আনছে কি না, সেদিকে তাদের নজর থাকবে।
সোমবার  লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি অনায়াসে পাশ হয়েছে। আজ, বুধবার রাজ্যসভায় তা পাশ করানোর পরীক্ষা অমিত শাহদের। শাসক শিবির আশাবাদী, বিল পাশে কোনও সমস্যা হবে না।