জম্মু-কাশ্মীর: পাক অধিকৃত কাশ্মীরে উড়বে তেরঙ্গা পতাকা। আর তা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই। এদিন জম্মু ও কাশ্মীরে চেন্নাই-নাশরি সুড়ঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামকরণ অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা আছে। যেভাবে ভারত উন্নতি করছে, তাতে সেই দিন আর দূরে নেই, যেদিন পাক অধিকৃত কাশ্মীরেও উড়বে তেরঙ্গা পতাকা।” এদিন জম্মু-কাশ্মীরের এই ৯ কিলোমিটার সুরঙ্গের নতুন নামকরণের জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়িকেও ধন্যবাদ জ্ঞাপন করেন জিতেন্দ্র।


তিনি বলেন, জম্মু ও কাশ্মীর যাওয়ার ৩১ কিলোমিটারের দীর্ঘ পথ এই সুড়ঙ্গের কারণে অনেকটাই কমে গিয়েছে। নরেন্দ্র মোদি চেয়েও এই সুড়ঙ্গের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখতে পারেননি।  এরপর পরিবহন ও সড়ক মন্ত্রী নিতিন গড়কড়ির কাছে এই সুড়ঙ্গের নাম পরিবর্তনের জন্য আবেদন জানান মন্ত্রী। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান নিতিন গড়কড়ি।


প্রসঙ্গত, ৬৬ বছর আগে ১১ মে ১৯৫৩ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লক্ষ্মণপুর থেকে গ্রেফতার করা হয়। কোনও এফআইআর ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের। গ্রেফতারের পর শ্যামাপ্রসাদকে চেন্নাই-নাশরির পথ দিয়েই শ্রীনগরে নিয়ে আসা হয়।


ওই বছরই ২৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামাপ্রসাদের। ছেলের মৃত্যুর তদন্ত চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা। তবে সেই চিঠির কোনও জবাব নেহরু দেননি, এমনকি কোনও তদন্তও করেননি। এবার তাঁর নামে সেই পথের নামকরণ করে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার্ঘ্য জানানো হল বলেই দাবি করল বিজেপি।