নয়াদিল্লি: বদলে দেওয়া হল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) রাজধানী পোর্ট ব্লেয়ার (Port Blair) শহরের নাম। শুক্রবার টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, কেন্দ্রীয় সরকার পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়া পুরম (Sri Vijaya Puram) রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাচীন শ্রী বিজয়া সাম্রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, "দেশ থেকে ঔপনিবেশিকতার চিহ্ন মুছে ফেলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেখেছেন তা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়া পুরম রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগে যে নামটি ছিল তা ঔপনিবেশিকতার চিহ্ন বহন করে চলছিল। আর শ্রী বিজয়া পুরম নামটি মনে করাবে আমাদের স্বাধীনতা সংগ্রামের ফলে অর্জিত জয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনন্য ভূমিকার কথা। আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অতুলনীয় জায়গা রয়েছে। এই দ্বীপ অঞ্চলটি একসময়ে চোল সাম্রাজ্যের নৌ-ঘাঁটি হিসেবে কাজ করত, আর আজ এই এলাকাটি আমাদের কৌশলগত ও উন্নয়নের আকাঙ্খা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হতে প্রস্তুত।"
ওই টুইটে তিনি আরও উল্লেখ করে, "এই এলাকাটিতেই প্রথম আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসুজি। এখানে থাকা সেলুলার জেলে একসময়ে বন্দি ছিলেন দেশের স্বাধীনতার জন্য লড়াই করা বীর সাভারকারজি সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন,"শ্রী বিজয়া পুরম নামটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহ্যমণ্ডিত ইতিহাস ও বাসিন্দাদের বীরত্বকে সম্মান জানায়। পাশাপাশি এতে ঔপনিবেশিক মানসিকতা ভেঙে বেরিয়ে এসে আমাদের ঐতিহ্যকে উদযাপন করার মানসিকতাকেও প্রতিফলিত করে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।