নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরে সংসদের অধিবেশন চালকালীন বারবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা অভিযোগ জানিয়ে আসছেন কেন্দ্র পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা বকেয়া থাকলেও তা দিচ্ছে না। বুধবার রাজ্যসভায় তৃণমূল সাংসদদের (TMC) এই অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Minister Amit Shah)। বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেও পশ্চিমবঙ্গ সরকার তার হিসাব দেয় না বলে অভিযোগ জানালেন তিনি।


আরও পড়ুন::


এপ্রসঙ্গে রাজ্যসভা বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন, আমরা ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য ৬২৪৪ কোটি টাকা বরাদ্দ করেছি। যেভাবে ওদের খরচের হিসাব আসে সেই হিসাব অনুযায়ী টাকা রিলিজ করা হয়। এর মধ্যে ৪৬১৯ কোটি টাকা আমরা আবার পাঠিয়ে দিয়েছি। কিন্তু, ওদের হিসাব দিতে সমস্যা হয়। 


তিনি আরও বলেন, হিসাব তো আমরা করতে পারি না। পশ্চিমবঙ্গ সরকারকেই এর হিসাব করতে হবে। এটা সরকার কোনও রাজনৈতিক দল তো নয়। সরকারের কিছু নিয়ম রয়েছে। অ্যাকাউন্ট সিস্টেম রয়েছে। যার অডিট হয়। এটা কি আদৌও হয় যে আমি কাউকে মানি না। চালাকি ধীরে ধীরে হলেও প্রকাশ্যে আসে। 


আরও পড়ুন:: Puja Khedkar: সব শংসাপত্র সম্পূর্ণ যাচাই করা সম্ভব নয়,পূজা খেদকারের আইএএসের প্রার্থীপদ বাতিলে জানাল UPSC


গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদরা শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্যের সময় লোকসভার অধিবেশন ওয়াকআউট করেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ওপর আর্থিক দিক থেকে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেন। তার জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের দেওয়া টাকার পশ্চিমবঙ্গ সরকার হিসাব দিচ্ছে না বলে অভিযোগ করেন। 


এর পাশাপাশি ওয়ানাডে ভূমিধসের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কেরলের জনতা ও সরকারের পাশে সবসময় রয়েছে বলেও দাবি করেন তিনি।


#WATCH | Delhi: Union Home Minister Amit Shah says, "... Early warning was given, that is why on July 23, we sent 9 teams of NDRF and three more were sent yesterday. Had they become alert the day the NDRF teams landed, a lot could have been saved. But this is the time to stand… pic.twitter.com/Uj5TVM30F4


— ANI (@ANI) July 31, 2024

[/


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।