নয়াদিল্লি: দেশের কোথাও, কোনও অংশে অনাহারে (starvation) মৃত্যুর (death) ঘটনা ঘটেনি, লোকসভায় (loksabha) দাবি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী (union minister for women and child development) স্মৃতি ইরানির (smriti irani)। শুক্রবার এক প্রশ্নের উত্তরে এমন জানান কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সংযোজন, 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স' (Global Hunger Index) বা 'বিশ্ব ক্ষুধা সূচক'-এ ভারতের এই ছবি আদৌ ঠিকঠাক উঠে আসে না কারণ সেখানে 'ক্ষুধার' পরিমাপই উপযুক্ত নয়।


কেন বললেন?
'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২' অনুযায়ী ১২১ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৭ নম্বরে। শিশুদের উচ্চতার নিরিখে ওজনের অনুপাতে গোটা বিশ্বে সবচেয়ে নেতিবাচক ছবি ভারতের। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স'-র রিপোর্টে আপাতভাবে যা ধরা পড়ে, তা-ই মেনে নেওয়া ঠিক নয়। কারণ এই রিপোর্ট কোনও দেশেরই  ক্ষুধা পরিস্থিতি ঠিকঠাক তুলে ধরে না। এই প্রসঙ্গেই শুক্রবার বিষয়টি নিয়ে সংসদে এক প্রশ্নের উত্তরে স্মৃতি ইরানির লিখিত জবাব, 'দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনাহারে মৃত্যুর একটিও ঘটনা ঘটেনি।'


প্রেক্ষাপট...
গত অক্টোবরে এই নিয়ে যে সাম্প্রতিকতম রিপোর্টটি বেরিয়েছিল সেটি অনুযায়ী, শ্রীলঙ্কা রয়েছে ৬৪তম স্থানে। ৮১তম স্থানে ছিল নেপাল।  বাংলাদেশ ছিল ৮৪তম স্থানে, ৯৯তম স্থানে পাকিস্তান। এ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। ট্যুইটারে লিখেছিলেন, 'অপুষ্টি, ক্ষুধার মতো আসল সমস্যাগুলি নিয়ে কখন মুখ খুলবেন প্রধানমন্ত্রী? ভারতের ২২. ৪ কোটি মানুষ অপুষ্টিতে ভুগছেন। বিশ্ব ক্ষুধা সবচকে ক্রমশ নিচে নামছে ভারত--১২১টি দেশের মধ্যে ১০৭-এ রয়েছে'। আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ সংস্থার সমীক্ষার  ভিত্তিতেই তৈরি হয় বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট। কোনও দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য, অপুষ্টি, ক্ষুধা এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে অসাম্যের বিচার করে তৈরি করা হয়। এ ছাড়াও, অপুষ্টিতে ভোগা অনূর্ধ্ব ৫ বছরের শিশু, তাদের ওজন, উচ্চতা, স্বাস্থ্য, গড় আয়ু, এই নিয়েও বিশদ সমীক্ষা চালানো হয়। সেই অনুযায়ী কোনও দেশের স্কোর যদি ২০-৩৪.৯ হয়, তাকে 'উদ্বেগজনক' বলে ধরা হয়। স্কোর ৩৫-৪৯.৯ হলে 'বিপজ্জনক' এবং স্কোর ৫০-এর উপর হলে 'অত্যন্ত বিপজ্জনক' বলে ধরা হয় সমীক্ষায়। ১২১টি দেশকে নিয়ে এই ক্ষুধা সূচকের তালিকা প্রকাশ করা হয়। ভারতের পরিস্থিতি 'গুরুতর' বলে উল্লেখ করা রয়েছে তাতে। ক্ষুধা তালিকায় ভারতের স্কোর ২৯.১, ক্ষুধা সূচক অনুযায়ী, তা 'উদ্বেগজনক'। এই তালিকার একেবারে নিচে রয়েছে ইয়েমেন। তালিকার শীর্ষে রয়েছে মোট ১৭টি দেশ। এই তালিকায় শীর্ষস্থান দখলের দৌড়ে ক্রোয়েশিয়া, এস্টোনিয়ার মতো ইউরোপীয় দেশগুলিরই আধিপত্য চোখে পড়েছে। তারই মধ্যে এশিয়া থেকে জায়গা করে নেয় চিন এবং কুয়েত। 


আরও পড়ুন:রাতের তাপমাত্রা বাড়তে পারে মহানগরে, আর কী বলছে কলকাতার হাওয়া বাতাস?