কলকাতা: চতুর্থ লকডাউনের পর আনলকের প্রথম পর্যায়ে প্রবেশ করেছে দেশ। রাজ্যে চালু হয়েছে সরকারি -বেসরকারি বাস। সরকার ৮ জুন থেকে অফিসে হাজিরা সংক্রান্ত নতুন নির্দেশ জারি করার কথা বললেও, ১ জুন থেকেই রাস্তায় রাস্তায় অফিসযাত্রীদের ভিড় চোখে পড়ল। সেই সঙ্গে ভয়ঙ্কর ভাবে ধরা দিন করোনা-সতর্কতার তোয়াক্কা না করে সোশ্যাল ডিসট্যান্সিং উপেক্ষা করে মানুষের জটলার ছবি। হয়ত নিরুপায় হয়েই।
বাস চলছে। কিন্তু করোনা-বিধি মেনেই বাসে দাঁড়িয়ে যাওয়া যাবে না। অন্যদিকে বেসরকারি বাস রাস্তায় নেমেছে নামমাত্র। সরকারি বাসও অপ্রতুল। এই পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না বাস। কখনও স্ট্যান্ড থেকে সিট ভর্তি করে হু হু করে ছুটে যাচ্ছে বাস। মাঝপথে অপেক্ষারত যাত্রীরা পড়ে থাকছেন বিশ বাঁও দলে। শহর-শহরতলি ও জেলার কিছু কিছু জায়গায়, আনলক ওয়ানেই চিত্রটা এরকমই।
যদিও সব থেকে ভয়াবহ অবস্থা শহরেই। এক ঝলকে দেখে নেব, কোথায় কেমন পরিস্থিতি।


উল্টোডাঙা  মোড়ে  আনলক ওয়ানের দ্বিতীয় দিন সকালে নিত্যযাত্রীদের হয়রানির ছবি প্রকট। দীর্ঘক্ষণ বাসের দেখা নেই। অফিসযাত্রীদের ভিড়ে দূরত্ব-বিধি মানাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মানা সম্ভবও নয়, মানছেন যাত্রীরাই।

দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি বাস স্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে যাত্রীরা। ২-৩ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না গন্তব্যে পৌঁছানোর যান।  'কোনওমতে যদি পৌঁছেও যাই, ফিরব কী করে বাড়ি?', আতঙ্কের ছাপ নিত্যযাত্রীদের মুখে।

অনেকদিন পর আবার ডানলপ মোড়ে মানুষের ভিড়। কিন্তু বহু ক্ষণ পর দেখা মিলছে এক-একটি বাসের।  বাস স্ট্যান্ডের সামনে দীর্ঘ লাইন। বাস এলেও, যাত্রী তোলার জায়গা নেই। কপালে ভাঁজ যাত্রীদের। সময়ে অফিস পৌঁছানোর আশা ছেড়ে দিয়েছেন অনেকেই।

আনলকের পয়লা দিনেই এয়ারপোর্ট এলাকায় ধরা পড়েছিল যাত্রী হয়রানির ছবিব। দ্বিতীয় দিনেও ব্যতিক্রম হল না। এরপর বাড়তি অশান্তি ট্রাফিক জ্যাম।  আড়াই নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং যশোর রোডের সংযোগস্থলে ব্যাপক যানজট দেখা গেল। এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে বাসের অপেক্ষায় যাত্রীদের সুদীর্ঘ লাইন।
জেলাগুলিও তার ব্যতিক্রম নয়। উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজিপাড়া অঞ্চলে দেখা গেল বাসের জন্য অপেক্ষায় লম্বা লাইন যাত্রীদের। বারাসাত চাঁপাডালি মোড়ে  তিতুমির বাস স্ট্যান্ডে জেলা পরিবহণ দফতর ও জেলা প্রশাসনের আধিকারিক, আইএনটিটিইউসি-র বাস সংগঠনের নেতাদের উপস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি বাস ছাড়ে।

আবার বহরমপুরে  বাস স্ট্যান্ডে কলকাতাগামী বাসের অপেক্ষায় দেখা গেল দীর্ঘ লাইন। সেখানেও মানা হচ্ছে না দূরত্ব-বিধি।