কলকাতা: ২ বছরও কাটল না। ফের ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো বা ডিআরসি-তে হানা দিল মারণ ইবোলা ভাইরাস। উত্তর পশ্চিম কঙ্গোর এমবানডাঙ্কা শহরে ৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ৬ জনের মধ্যে ৪ জনেরই মৃত্যু হয়েছে।


ভয়াবহ মারণ ক্ষমতাসম্পন্ন ইবোলার লক্ষণ প্রচণ্ড জ্বর, মারাত্মক বমি ও পেটের গোলমাল। আক্রান্ত ব্যক্তির শরীরস্থ তরলের সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস সংক্রমিত হয়। ২০১৮-র অগাস্টে পূর্ব ডিআরসি-র উগান্ডা সীমান্তে এই ভাইরাস হানা দেয়, এখনও সারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ৩,৪০৬ জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে ২,২৪৩ জনের মৃত্যু হয়েছে।

ডিআরসি এমনিতেই জ্বরজারি সংক্রান্ত নানা রোগের ঘাঁটি। বিশ্বের বৃহত্তম হাম সংক্রমণ এখানে ঘটেছে, তাতে ৬,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমিত হয়েছেন ৩,১৯৫ জন, প্রাণ গিয়েছে ৭৫ জনের। চিন্তার বিষয় হল, যে এমবানডাকা শহরে ইবোলা হানা দিয়েছে, তা কিনসাসা শহর থেকে মাত্র ২০০ মাইল দূরে। এই কিনসাসায় ১ কোটি দশ লক্ষেরও বেশি লোকের বাস। কিনসসাসা ও এমবানডাকার মধ্যে নিয়মিত যাতায়াত চলে। ফলে সংংক্রমণের আশঙ্কা হু হু করে বাড়ছে।