দেওবন্দ (উতরপ্রদেশ): দেওয়ালি ধনতেরসে বাসনপত্র না কিনে হিন্দুদের তরবারি কেনার ‘পরামর্শ’ দিলেন বিজেপির দেওবন্দ শহরের শাখা সভাপতি গজরাজ রানা। তিনি বলেছেন, আগেও কথাটা বলছি, এখনও বলছি যে, দেওয়ালি উপলক্ষ্যে দেওয়ালি, ধনতেরাসে রূপোর বাসনপত্র নয়, বরং তরবারি কিনুন হিন্দুরা।
কেন তিনি হিন্দুদের এই পরামর্শ দিচ্ছেন, জানতে চাওয়া হলে রানা বলেন, ‘আমাদের নিরাপত্তার জন্য’ই তরবারি কেনা প্রয়োজন। তিনি আরও বলেন, নিজেদের রক্ষা করতে পারব না, এমনটা হোক, চাইব না। নিরাপত্তার জন্যই অস্ত্রের প্রয়োজন আছে, আমাদের দেবদেবীদের হাতেও অস্ত্র শোভা পায়।
দেশবাসী যত দ্র্র্রুত সম্ভব রামমন্দির নির্মাণ হোক চান বলেও দাবি করেন রানা।
দেওয়ালি, ধনতেরাসে বাসন না কিনে তরবারি কিনতে হিন্দুদের ‘পরামর্শ’ দেওবন্দের বিজেপি নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2019 01:12 PM (IST)
কেন তিনি হিন্দুদের এই পরামর্শ দিচ্ছেন, জানতে চাওয়া হলে রানা বলেন, ‘আমাদের নিরাপত্তার জন্য’ই তরবারি কেনা প্রয়োজন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -