কলকাতা: মায়ের পাশে শুয়েই কার্টুন দেখছিল ছোট্ট একরত্তি মেয়েটি। হঠাৎই হাত থেকে পড়ে যায় ফোনটি। প্রথমে তার মা-ও বুঝতে পারেননি ঠিক কত বড় দুর্ঘটনা ঘটে গেল। মেয়েকে ডেকে সাড়া না পেতেই তাকে নিয়ে হাসপাতাল ছোটে পরিজন। আর সেখানেই জানা যায় মৃত্যু হয়েছে পাঁচ বছরের কামিনীর।
কার্টুন দেখতে দেখতেই হার্ট অ্যাটাক
ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর কোতোয়ালির হাতাইখেদার ঘটনা। সেখানেই থাকত পাঁচ বছরের ছোট্ট কামিনী। তার মায়ের কথা অনুযায়ী, বিছানা শুয়েই মোবাইলে কার্টুন দেখছিল মেয়ে। হঠাৎ করেই তার হাত থেকে ফোন পড়ে যেতে চমকে ওঠে তার মা। তাকে অজ্ঞান হয়ে যেতে দেখে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।
জেলার চিফ মেডিকাল অফিসার সংবাদমাধ্যমকে বলেন, শিশুর দেহ ময়না তদন্তের জন্য চাওয়া হয়। সে আদৌ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে না অন্য রোগে, তা জানতে ময়না তদন্ত দরকার। কিন্তু পরিবার রাজি হয়নি।
১২ বছরের শিপ্রা
গত বছরের ডিসেম্বরের শুরু দিকে মৃত্যু হয়েছিল ১২ বছরের শিপ্রার। ক্লাসরুমে ক্লাস করতে করতেই হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
১৬ বছরের প্রিন্স
প্রসঙ্গত, ছোট একরত্তি বাচ্চার হার্ট অ্যাটাকের ঘটনা খুব বেশি দেখা যায় না। তবে উত্তরপ্রদেশের আমরোহা ও বিজনোর জেলায় গত দুই মাসে হার্ট অ্যাটাকেই বেশ কয়েকজন বাচ্চার মৃত্যু হয়েছে। এর আগে বছরের শেষ দিনে ১৬ বছরের প্রিন্স কুমারের মৃত্যু হয়। ক্রিকেট খেলতে খেলতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
শীতে হার্ট অ্যাটাক রুখতে যা না করলেই নয়
হার্ট অ্যাটাক কখনই বলে কয়ে আসে না। তবে এই বিপদ আটকানো যেতে পারে। এর জন্য প্রাথমিক শর্ত হার্টের যত্ন নেওয়া। চাইলে অকাল মৃত্যু রোধে চেষ্টা করা যেতে পারে
- শীতকালে জবুথবু হয়ে থাকলে চলবে না। নিয়মিত শরীরচর্চা জরুরি।
- ওজন বেশি বাড়তে দেওয়া যাবে না। তাতে হার্টের রোগের আশঙ্কা বাড়ে।
- খাবারের মধ্যে অস্বাস্থ্যকর ফ্যাট কম রাখতে হবে। এর জন্য রেড মিট এড়িয়ে চলতে হবে।
- কোলেস্টেরল রয়েছে এমন খাবার একেবারেই এড়িয়ে চলুন। প্রাণীজ প্রোটিনে এর পরিমাণ বেশি। তাই উদ্ভিজ্জ প্রোটিনে ভরসা রাখুন।
- বুকের বাদিকে ব্যথা, হাতের তলায় বা বাম কাঁধের দিকে ব্যথা হলে সতর্ক হন। এমন স্থানে ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তথ্যসূত্র - আইএএনএস
আরও পড়ুন - Diabetes management: সুগার রোগীদের জন্য দারুণ সুখবর! এই চকোলেট খেলেই রোজ সুস্থ থাকবে শরীর