Ram Lalla Jewellery: অযোধ্যায় ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ধুম দেখেছে সারা বিশ্ব। ভগবানের রূপ, গহনা ও পোশাকের ওপর নজর পড়বে সবারই।রামলালাকে সাজাতে ব্যবহার করা হয়েছে সোনা, রূপা ও হিরে ও নানান রত্ন। রামলালার গয়না ও জামাকাপড় তৈরি করেছেন লখনউয়ের এক জুয়েলার্স ও দিল্লির একজন ডিজাইনার।


জামাকাপড় ও গয়না তৈরিতে ধর্মীয় গ্রন্থের ব্যবহার
অযোধ্যায় মহাসমারোহে পালিত হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। রামলালাকে প্রতিষ্ঠিত করা হয়েছে ৫ বছরের শিশুরূপে। রামলালার জামাকাপড় ও গয়না ভগবানের ঐশ্বরিক রূপকে আরও আভা দিচ্ছে। এগুলি তৈরি করতে অনেক গবেষণা হয়েছে। এর জন্য অধ্যাত্ম রামায়ণ, বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস এবং আলাভান্ডার স্তোত্রে বর্ণিত ভগবান রামের রূপের বর্ণনাও মাথায় রাখা হয়েছিল। লখনউয়ের হরসাহিমল শ্যামলাল জুয়েলার্স এইসব ধর্মীয় গ্রন্থ এবং অযোধ্যার কবি যতীন্দ্র মিশ্রের বর্ণনার ভিত্তিতে গয়না তৈরি করেছে।


বেনারসি কাপড়ে সোনার জরির ব্যবহার
রামলালার পোশাকে বেনারসি কাপড় ব্যবহার করা হয়েছে। তাকে হলুদ ধুতি এবং অঙ্গবস্ত্রম পরানো হয়েছিল। এই অঙ্গবস্ত্রমতে সোনার কাজ করা হয়েছে। এর ওপর শঙ্খ, পদ্মা, চক্র ও ময়ূরও তৈরি করা হয়েছে। এগুলি ডিজাইন করেছেন দিল্লির ডিজাইনার মনীশ ত্রিপাঠি।


এসব অলঙ্কার তৈরি করা হয়েছে
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে, ভগবানের মুকুট সোনার তৈরি। এতে বসানো হয়েছে রুবি, পান্না ও মুক্তা। তার কানের দুলে সোনা, হীরা, রুবি এবং পান্নাও জড়ানো রয়েছে। তার গলায় অনেক হীরা ও রত্নও বসানো হয়েছে।


রামলালার কৌস্তুভ মণি বড় রুবি ও হীরা দিয়ে তৈরি। এছাড়াও পাদুকা তৈরিতে হীরা ও পান্না ব্যবহার করা হয়েছে। বৈজন্তী সোনার তৈরি। সেই সঙ্গে রামলালার কোমরবন্ধ, বাহুবন্ধনী, ব্রেসলেট ও আংটি, পাজানিয়া, তীর, তিলক, রূপার তৈরি ছাতাও তৈরি করা হয়েছে।


 দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় ( Ayodhya ) রামমন্দিরের ( Ram Mandir )  উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।


১১ দিন আগেই একটি অডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি প্রাণপ্রতিষ্ঠা পর্যন্ত উপবাস রাখবেন। এই কয়েকদিন তিনি দেশের বিভিন্ন মন্দিরে পরিভ্রমণ করেন। সূত্রের খবর, এই কদিন শুধুমাত্র ডাবের জল খেয়ে ছিলেন তিনি। রাতে বিশ্রাম নিয়েছেন কম্বলের উপর। সোমবার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শেষে উপবাস ভঙ্গ করেন তিনি। 


Ram Mandir Inauguration: রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে নাম জড়িত, এই ৫ স্টকে আরও গতি ?